শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ০৬:৩৩ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর প্রতি পাকিস্তানি আমলার শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট: ২০২০ সালে জিডিপি প্রবৃদ্ধির হারের হিসাবে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে থাকায় বাংলাদেশ ও বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান প্রদর্শন করলেন সাবেক পাকিস্তানি আমলা ও লেখক হুসেইন হাক্কানি।

শনিবার তিনি এক টুইট বার্তায় লেখেন, অর্থনৈতিক উন্নতির জন্য বাংলাদেশ এবং এর প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করতেই হবে। ১৯৭১ সালের পর থেকে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অগ্রগতি হয়েছে। মাথা পিছু প্রবৃদ্ধির ১৩৩ মার্কিন ডলার থেকে বেড়ে হয়েছে ১৯০৬ ডলার। সামগ্রিক প্রবৃদ্ধিও ৮.৭ বিলিয়ন থেকে বেড়ে হয়েছে ৩০২ বিলিয়ন, যা পাকিস্তানের ২৭৮ বিলিয়নের চেয়েও বেশি।

প্রসঙ্গত, হুসেইন হাক্কানি হাডসন ইন্সটিটিউট (দক্ষিণ ও মধ্য এশিয়া) এর পরিচালক। ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া, তিনি ‘পাকিস্তান বিটুইন মস্ক এন্ড মিলিটারি’, এবং ‘ম্যাগনিফিসেন্ট ডিলিউশন’ বইয়ের লেখক।

গত মঙ্গলবার রাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুকে দেখা যায়, ২০২০ সালে জিডিপি প্রবৃদ্ধির হারের হিসাবে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ।

আইএমএফের তথ্য অনুযায়ী, তাদের এই প্রক্ষেপণ অর্থ বছরের হিসাবে না করে পঞ্জিকাবর্ষের হিসাবে করা হয়ে থাকে। এই হিসাবে ২০২০ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে তিন দশমিক ৮০ (৩.৮০) শতাংশে।

এতে আরও জানানো হয়, ২০২০ সালে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার হবে মাইনাস ১০ দশমিক তিন (-১০.৩) শতাংশ, পাকিস্তানের মাইনাস শূন্য দশমিক চার (-০.৪) শতাংশ, শ্রীলংকার মাইনাস চার দশমিক ছয় (-৪.৬) শতাংশ, ভুটানের দশমিক ছয় (০.৬) শতাংশ, মালদ্বীপের মাইনাস আট দশমিক ছয় (-৮.৬) শতাংশ, আফগানিস্তানের মাইনাস পাঁচ (-৫) শতাংশ এবং নেপালের শূন্য (০) শতাংশ।

এতে আরও বলা হয়, ২০২১ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার হতে পারে চার দশমিক চার (৪.৪) শতাংশ।দেশ রূপান্তর

https://twitter.com/husainhaqqani/status/1317192346946146304?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1317192346946146304%7Ctwgr%5Eshare_3%2Ccontainerclick_1&ref_url=https%3A%2F%2Fwww.deshrupantor.com%2Fnational%2F2020%2F10%2F17%2F252665

  • সর্বশেষ
  • জনপ্রিয়