শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ১১:২৭ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে ওয়ান শুটার গান’সহ ১ জন আটক

তন্ময় আলমগীর: [২] কিশোরগঞ্জে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান পরিচালনা করে ওয়ান শুটার গান’সহ এমদাদুল হক (২৮) নামে এক যুবককে আটক করেছে।

[৩] শনিবার (১৭ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের দক্ষিণ রাজকুন্তি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

[৪] ওয়ান শুটার গান’সহ আটক হওয়া যুবক এমদাদুল হক কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের দক্ষিণ রাজকুন্তি গ্রামের আবুল হাশেমের ছেলে। র‌্যাব জানিয়েছে, সে একজন সন্ত্রাসী।

[৫] র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টি নিশ্চিত করে জানান, র‌্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীর অপরাধ কর্মকাণ্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

[৬] এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই দক্ষিণ রাজকুন্তি এলাকায় একজন ব্যক্তি অস্ত্র নিয়ে প্রভাব বিস্তার করে আসছে।

[৭] এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য এই এলাকায় গোপনে র‌্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

[৮] এরই প্রেক্ষিতে শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের দক্ষিণ রাজকুন্তি এলাকায় র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান পরিচালনা করে।

[৯] অভিযানে একটি দেশীয় তৈরী ওয়ান শুটার গানসহ অস্ত্রধারী সন্ত্রাসী এমদাদুল হককে আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এলাকায় অস্ত্র দেখিয়ে প্রভাব বিস্তার করে আসছিল বলে স্বীকার করে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়