শিরোনাম
◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ ◈ ম‌তের মিল হ‌চ্ছে না,  জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে যে সব কারণে ◈ মৌলভীবাজারে উদ্ধার হওয়া ‘পিট ভাইপার’: কতটা বিষধর এই সবুজ বোড়া?

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০৯:৩৩ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফুলবাড়ীয়ায় চাষিরা তিল চাষে আগ্রহ হারাচ্ছে

মো. আশরাফুল ইসলাম: [২] তিল থেকে তাল কথাটির সাথে আমরা অনেকেই পরিচিত হলেও এই তিল এখন আমরা অনেকেই চিনি না। অথচ এক সময় ভোজ্য তেলের অভাব মেটাতে ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও, পুটিজানা, কুশমাইল, বালিয়ান, বাক্তা, রাঙ্গামাটিয়া, এনায়েতপুর, কালাদহ, রাধাকানাই, আছিম পাটুলী এবং ভবানীপুর সর্বত্রই ব্যাপকভাবে তিল চাষ হতো।

[৩] পরবর্তী সময়ে বিদেশ থেকে পামঅয়েল ও সয়াবিন তেল আমদানি শুরু হয়। অপেক্ষাকৃত কম মূল্যে ভোজ্যতেলের চাহিদা মেটার কারণে সরিষা, তিষি, রাই, তিল ইত্যাদি তৈল জাতীয় ফসলের আবাদ কমতে থাকে। সরিষার তেলের কদর থাকায় এখনও উল্লেখযোগ্য পরিমাণ জমিতে সরিষার আবাদ হচ্ছে। তবে বর্তমান সময়ে হাতেগোনা কিছু কৃষককে বাপ-দাদার আমলের ফসল তিল চাষ করতে দেখা যায়। এমনকি খুব অল্প জমিতে এ চাষ হচ্ছে।

[৪] উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, একজন কৃষক জমিতে তিল চাষ করে একাধারে নানারকম উপকার পেয়ে থাকেন। যেমন- তিল গাছের যেসব পাতা জমিতে পড়ে তা পঁচে মাটির সাথে মিশে সবুজ সারের কাজ করে তাতে জমির উর্বরাশক্তি বৃদ্ধি পায়। এ জমিতে কয়েক বছর ধরে বিভিন্ন ফসলের চাষ করতে রাসায়নিক সারের প্রয়োজন হয় না। এ গাছের কান্ড অর্থাৎ ডাঁটা জ্বালানি হিসাবে ব্যবহার হয়।

[৫] তিল চাষী আজগর আলী বলেন, তিলের খৈল গবাদিপশুর খাদ্য ও জৈব সার হিসাবে ব্যবহার করা যায়। কালের বিবর্তনে ও আধুনিকতার ছোঁয়ায় আমরা তিলের মত উপকারী ফসলের কথা ভুলতে বসেছি। তিল সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। কালো তিল ও কাঠ তিল। কালোতিল একবারে কুচকুচে কালো।

[৬] আবাসিক মেডিকেল অফিসার ডা. হারুন আল-মাকসুদ বলেন, প্রতিদিন তিলের তেলের ম্যাসাজ করলে মুখে রক্ত চলাচল বাড়বে। ত্বক স্বাস্থ্যোজ্জ্বল হয়ে উঠবে। তিলের তেল ত্বকের মরা চামড়া তুলে ফেলে এবং ত্বক সতেজ রাখে। এছাড়া ত্বকের পোড়া ভাবও দূর করে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়