শিরোনাম
◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০৪:২৭ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০৪:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্লোবের করোনা ভ্যাকসিন হিউম্যান ট্রায়াল হবে হাসপাতালে

শরীফ শাওন: [২] গ্লোব বায়োটেক লিমিটেডের করোনা ভ্যাকসিন ব্যানকোভিড’র হিউম্যান ট্রায়াল করবে আইসিডিডিআরবি। ইতোমধ্যে সিআরও হিসেবে তারা গ্লো বায়োটেকের সঙ্গে চুক্তি করে। মানবদেহে ট্রায়ালের জন্য ইতোমধ্যে ভলেন্টিয়ার যোগাযোগ করছে জানিয়েছে গ্লোবের এক কর্মকর্তা। এদিকে ভ্যাকসিনটি ভালো হাসপাতালে ট্রায়াল করা হবে জানায় আইসিডিডিআরবি সূত্র।

[৩] আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) এক গবেষক বলেন, মানবদেহে ট্রায়ালের আগে আগামী সপ্তাহে গ্লোবের সঙ্গে আলোচনা করা হবে। সেখানে গ্লোব তার ব্যানকোভিড ভ্যাকসিনের প্রাণিদেহে প্রাপ্ত ডাটার প্রেজেন্টেশন দিবে। আমাদের প্রশ্নগুলোর সঠিক উত্তর পেলে হিউম্যান ট্রায়ালের ফেইজ-১ প্রোটকল তৈরি করা হবে। যদিও গ্লোব তা তৈরি করেছে, তবে তাতে কিছু যোজন-বিয়োজন করতে হবে।

[৪] তিনি বলেন, প্রোটকল তৈরি হলে আন্তর্জাতিকভাবে রিভিউ করাবো। যারা এই প্রজেক্টের সঙ্গে যুক্ত নয় এমন বিজ্ঞানি দিয়ে রিভিউ করা হবে। সব ঠিক থাকলে আমরা বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআরসি) অনুমোদনের জন্য যাব। তারপর ঔষধ প্রশাসন এর অনুমতি চাইব।

[৫] আইসিডিডিআরবি সূত্র জানায়, বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় নেই ব্যানকোভিড ভ্যাকসিন। তবে এ নিয়ে হতাশার কিছু নেই। আইসিডিডিআরবি’র সঙ্গে আন্তর্জাতিক সংযোগ আছে। ব্যানকোভিডের প্রাণিদেহে সফল ডাটা রয়েছে, মানবদেহে ট্রায়ালের ডাটা ভালো আসলে তখন হয়তো.....তবে এটা সময়সাপেক্ষ বিষয়।

[৬] এ বিষয়ে গবেষক বলেন, ভ্যাকসিন তৈরি বিজ্ঞানের বিষয়। তাড়াহুড়ো করে সম্প্রতি অ্যাস্ট্রাজেনেকা ও জনসন অ্যন্ড জনসন ভ্যাকসিন এর কাজ বন্ধ হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়