শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০৪:২৭ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০৪:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্লোবের করোনা ভ্যাকসিন হিউম্যান ট্রায়াল হবে হাসপাতালে

শরীফ শাওন: [২] গ্লোব বায়োটেক লিমিটেডের করোনা ভ্যাকসিন ব্যানকোভিড’র হিউম্যান ট্রায়াল করবে আইসিডিডিআরবি। ইতোমধ্যে সিআরও হিসেবে তারা গ্লো বায়োটেকের সঙ্গে চুক্তি করে। মানবদেহে ট্রায়ালের জন্য ইতোমধ্যে ভলেন্টিয়ার যোগাযোগ করছে জানিয়েছে গ্লোবের এক কর্মকর্তা। এদিকে ভ্যাকসিনটি ভালো হাসপাতালে ট্রায়াল করা হবে জানায় আইসিডিডিআরবি সূত্র।

[৩] আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) এক গবেষক বলেন, মানবদেহে ট্রায়ালের আগে আগামী সপ্তাহে গ্লোবের সঙ্গে আলোচনা করা হবে। সেখানে গ্লোব তার ব্যানকোভিড ভ্যাকসিনের প্রাণিদেহে প্রাপ্ত ডাটার প্রেজেন্টেশন দিবে। আমাদের প্রশ্নগুলোর সঠিক উত্তর পেলে হিউম্যান ট্রায়ালের ফেইজ-১ প্রোটকল তৈরি করা হবে। যদিও গ্লোব তা তৈরি করেছে, তবে তাতে কিছু যোজন-বিয়োজন করতে হবে।

[৪] তিনি বলেন, প্রোটকল তৈরি হলে আন্তর্জাতিকভাবে রিভিউ করাবো। যারা এই প্রজেক্টের সঙ্গে যুক্ত নয় এমন বিজ্ঞানি দিয়ে রিভিউ করা হবে। সব ঠিক থাকলে আমরা বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআরসি) অনুমোদনের জন্য যাব। তারপর ঔষধ প্রশাসন এর অনুমতি চাইব।

[৫] আইসিডিডিআরবি সূত্র জানায়, বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় নেই ব্যানকোভিড ভ্যাকসিন। তবে এ নিয়ে হতাশার কিছু নেই। আইসিডিডিআরবি’র সঙ্গে আন্তর্জাতিক সংযোগ আছে। ব্যানকোভিডের প্রাণিদেহে সফল ডাটা রয়েছে, মানবদেহে ট্রায়ালের ডাটা ভালো আসলে তখন হয়তো.....তবে এটা সময়সাপেক্ষ বিষয়।

[৬] এ বিষয়ে গবেষক বলেন, ভ্যাকসিন তৈরি বিজ্ঞানের বিষয়। তাড়াহুড়ো করে সম্প্রতি অ্যাস্ট্রাজেনেকা ও জনসন অ্যন্ড জনসন ভ্যাকসিন এর কাজ বন্ধ হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়