রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম নগরের নগরীর বাকলিয়া এলাকায় একটি খুনের ঘটনা ঘটেছে। বাকলিয়ার বেড়া মার্কেট এলাকায় মো. তৈয়ব নামের এক মাছ ব্যবসায়ী ছুরিকাঘাতে খুন হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
[৩] ছুরিকাঘাতে খুনের শিকার মো. তৈয়ব কর্ণফুলী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (চকবাজার জোন) মো. রাইসুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের রহস্য খুনি সম্পর্কে তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। সহকারি কমিশনার মো. রাইসুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মো. তৈয়ব নামের এক মাছ ব্যবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
[৪] সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডে জড়িত কে বা কারা? এবং প্রকৃত রহস্য তদন্ত করে দেখা হচ্ছে বলে জানালেন পুলিশ কর্মকর্তা রাইসুল ইসলাম। সম্পাদনা: সাদেক আলী