ইসমাঈল ইমু: [২] প্রায় আট বছর ধরে কোমায় আছেন দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অসুস্থ হওয়ার আগে তিনি সেনাবাহিনীর লে. কর্নেল পদে কর্মরত ছিলেন।
[৩] কিন্তু এই দীর্ঘ অসুস্থতার সময়েও নিজের প্রতিষ্ঠান অর্থাৎ সেনাবাহিনী তার পাশ থেকে সরে যায়নি। বর্তমান সেনাপ্রধান মানবিকতার দৃষ্টান্ত হিসেবে কোমায় থাকাবস্থায় তাকে কর্নেল পদে পদোন্নতি দিয়েছেন। তাছাওয়ার রাজার পরিবার এই সম্মানে আপ্লুত।
[৪] ২০১২ সালের মে মাসে তাছাওয়ার রাজার হার্ট অ্যাটাক হয়। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি। এরপর তিনি যে কোমায় গেলেন তার পর আর স্বাভাবিক জীবনে ফেরেননি। এমনকি হাসপাতাল থেকে বাড়িও ফিরতে পারেননি। গত ১২ অক্টোবর তাকে পদোন্নতি দিয়ে কর্নেল করা হয়। কোমায় থাকাবস্থায় তার শরীরে কর্নেলের পোশাক ও র্যাংক-ব্যাজ পরিয়ে দেওয়া হয়। অবশ্য ওইদিনই অবসরে যান তাছাওয়ার রাজা।
[৫] এই সম্মানের পর তাছাওয়ার রাজার স্ত্রী তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, আমরা সেনাপ্রধানের প্রতি, পুরো সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ। এমন সম্মানের কথা আমরা কখনো কল্পনাও করিনি।
[৬] সূত্র জানায়, সেনাবাহিনীর কর্নেল দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা মরমি কবি হাছন রাজার প্রোপুত্র। ১৯৮৯ সালের ২৩ জুন তিনি সেনাবাহিনীতে কমিশন লাভ করেন।