শিরোনাম
◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও)

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ১১:৩৮ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯ বছর কোমায় থাকা কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সেনাবাহিনী

ইসমাঈল ইমু: [২] প্রায় আট বছর ধরে কোমায় আছেন দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অসুস্থ হওয়ার আগে তিনি সেনাবাহিনীর লে. কর্নেল পদে কর্মরত ছিলেন।

[৩] কিন্তু এই দীর্ঘ অসুস্থতার সময়েও নিজের প্রতিষ্ঠান অর্থাৎ সেনাবাহিনী তার পাশ থেকে সরে যায়নি। বর্তমান সেনাপ্রধান মানবিকতার দৃষ্টান্ত হিসেবে কোমায় থাকাবস্থায় তাকে কর্নেল পদে পদোন্নতি দিয়েছেন। তাছাওয়ার রাজার পরিবার এই সম্মানে আপ্লুত।

[৪] ২০১২ সালের মে মাসে তাছাওয়ার রাজার হার্ট অ্যাটাক হয়। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি। এরপর তিনি যে কোমায় গেলেন তার পর আর স্বাভাবিক জীবনে ফেরেননি। এমনকি হাসপাতাল থেকে বাড়িও ফিরতে পারেননি। গত ১২ অক্টোবর তাকে পদোন্নতি দিয়ে কর্নেল করা হয়। কোমায় থাকাবস্থায় তার শরীরে কর্নেলের পোশাক ও র‌্যাংক-ব্যাজ পরিয়ে দেওয়া হয়। অবশ্য ওইদিনই অবসরে যান তাছাওয়ার রাজা।

[৫] এই সম্মানের পর তাছাওয়ার রাজার স্ত্রী তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, আমরা সেনাপ্রধানের প্রতি, পুরো সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ। এমন সম্মানের কথা আমরা কখনো কল্পনাও করিনি।

[৬] সূত্র জানায়, সেনাবাহিনীর কর্নেল দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা মরমি কবি হাছন রাজার প্রোপুত্র। ১৯৮৯ সালের ২৩ জুন তিনি সেনাবাহিনীতে কমিশন লাভ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়