ডেস্ক রির্পেোট: [২] পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামানের চলন্ত গাড়িতে হঠাৎ করেই একটি বিশালাকৃতির সাপ ঢুকে পড়ে। পডিবিসি নিউজ
[৩] ইউএনওর গাড়িচালক ও কর্মচারীরা জানান, সরকারি কাজে ভাঙ্গুড়া থেকে শহরে যাওয়ার পথে বালিয়াহালট কবরস্থান এলাকায় হঠাৎ একটি সাপ গাড়ির সামনের গ্লাসের ওপর এসে পড়ে। সাপ দেখে গাড়িতে থাকা সবাই আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় চালক গাড়ি না থামিয়ে প্রায় এক কিলোমিটার দূরে সরকারি এডওয়ার্ড কলেজ গেট পর্যন্ত যান। সেখানে গাড়ি থেকে সবাই নেমে পড়েন। কিন্তু ততক্ষণে সাপটি আত্মগোপন করে ফেলে।
[৪] পরে খবর দেয়া হয় পাবনা ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের কর্মীরা এডওয়ার্ড কলেজ গেটে থাকা গাড়ি থেকে সাপটি উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। তারা গাড়িটিকে সেখান থেকে এক কিলোমিটার দূরে ফায়ার সার্ভিস অফিসে নিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ ৬ ঘণ্টার চেষ্টার পর গাড়ির ভেতর থেকে সাপটি উদ্ধার করতে সক্ষম হয়। জাগো নিউজ
[৫] ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আশরাফুজ্জামান জানান, গাড়ির গ্লাসের ওপর সাপটি পড়ে কিছুক্ষণের মধ্যে ইঞ্জিনের মধ্যে ঢুকে পড়ে। এতে তিনিসহ গাড়িতে থাকা অন্যরা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন। রাতে তিনি পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদের সঙ্গে সরকারি কাজে বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন। পরে সাপটিকে বন বিভাগের মাধ্যমে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়। যুগান্তর অনলাইন, সম্পাদনা: জেরিন আহমেদ