শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ১০:৪১ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবিনা শারমিন: ‘পৃথিবীর সকল দেশেই ধর্ষণের ঘটনা ঘটে’, দায়িত্বপ্রাপ্তদের এ ধরনের উক্তি কি তাদের দুর্বলতা নয়?

সাবিনা শারমিন: রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে কোনো ব্যক্তি যদি বলে যে ‘পৃথিবীর সকল দেশেই ধর্ষণ হয়’,তাহলে সেই কথার অর্থ কি দাঁড়ায় এবং এর উদ্দেশ্যইবা কি তা সাধারণ মানুষের বোধের বাইরে? এর অর্থ কি এই দাঁড়ায় না, যে পৃথিবীর সকল দেশেই যেহেতু ধর্ষণের ঘটনা ঘটছে ,সেহেতু এটি নিয়ে আপনারা এতো চিল্লাচিল্লি করতেসেন কেন? সেইসাথে এটিওকি বলার বাকী থাকে যে, এই ধর্ষণের ঘটনায় যদি তার নিজের বোন বা কন্যাও থাকে, ( যে ব্যক্তি এমন কথা বলেন ) তাহলে সেটিও কোনো অস্বাভাবিক ঘটনা নয়, এমন হতেই পারে ? তাহলে কথাটি তারা কিভাবে বলবেন বা বলা উচিৎ ? তারা বলবে এমনভাবে, ‘পৃথিবীর সকল দেশেই ধর্ষণের ঘটনা ঘটলেও আমাদের দেশে আমরা একটি ধর্ষণের ঘটনাও ঘটতে দেবোনা। এটাই হোক আমাদের এই বছরের স্লোগান। এ ব্যাপারে জিরো টলারেন্সনো মারসি এট অল’।

পৃথিবীর সকল দেশেই ধর্ষণের ঘটনা ঘটছে বলে সেটি দেখে দেখে আপনারা তালি বাজাবেন? আহারে! আপনাদের এসব কথা শুনলে মাথার যে কয়টা চুল বাকি রয়েছে, তাও টেনে ছিড়ে ফেলতে ইচ্ছে হয়। আপনাদের তো মনে আছে শাজনীন কার মেয়ে ছিলো? তাকে কারা ধর্ষণ করেছিলো? সুতরাং একটু বুঝে কথা বলেন। এখন বলুন তারা এ ধরনের কথা কেন বলেন? এ কারণে বলেন যেন তাদের পদটি প্রশ্নবিদ্ধ না হয়। তাদের গদিটি যেন শিমুল তুলা দিয়ে বানানো তুলতুলে নরম হয়,যেন গদিতে বসলেই চোখ জড়িয়ে ঘুম আসে তাইতো। সাথে যদি এক নম্বর প্রাণের সরিষার তেল হয় তাহলেতো আর কথাই নেই। এদের এইসব বাণী যদি দেলোয়ার বাহিনীর দেলোয়ারদের মতো নৌকায় ভরসা দেয়া ছাত্রলীগ চ্যালাদের কানে যায় তাহলে তো এরপর দেখা যাবে জয় বাংলা বলে স্লোগান দিয়ে ওরা ধর্ষণে নামবে। এরপর এটা বাংলাদেশের সাধারণ মানুষের দেখার বাকি রয়েছে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়