আসিফুজ্জামান পৃথিল: [২] কর্নেল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এবং বিশ্ব ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবীদ কৌশিক বাসু বলেছেন, ৫ বছরে বাংলাদেশের অর্থনীতি অস্বাভাবিকভাবে এগিয়ে এসেছে। আর ভারতের ক্রমাগত পিছিয়েছে। মূলত এরই ফল আসতে শুরু করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস
[৩] বাসু টুইটারে লিখেছেন, ‘আমি সব তথ্য পরীক্ষা করে দেখেছি। আ্টএিমএফ এর পূর্বাভাস সম্ভবত ভুল নয়। একটি উদিয়মান অর্থনীতি ভালো করছে এটি খুব ভালো ব্যাপার। কিন্তু ভারতের জন্য খারাপ লাগছে। ৫ বছর আগেও তারা বাংলাদেশের চেয়ে ২৫ শতাংশ এগিয়ে ছিলো।
[৪] আইএমএফ এর প্রতিবেদন বলছে, ‘ভারতের জন্য আগের পূর্বাভাসে ব্যাপক সংশোধন আনতে হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে আরও আশ্চর্যজনক ঘটনা। তাদের সংশোধনী আনতে হচ্ছে ইতিবাচকভাবে।’ ফাইনানশিয়াল টাইমস
[৫] জুন মাসের চেয়ে ৪.৪ শতাংশ বেড়ে বৈশ্বিক প্রবৃদ্ধি ৪.৪ এর পূর্বাভাসও দিয়েছে আইএমএফ। অর্থনীতিবীদরা বলছেন, বাংলাদেশের এই অর্থসৈতিক অগ্রগতি শুধু লকডাউন সামলে অর্থনীতিকে সচল রাখতে পারার জন্যই হয়েছে তা নয়। এর পেছনে রয়েছে টানা ভালো করা।