আসিফুজ্জামান পৃথিল: [২] রাজ্যটির রিশপুর গ্রামে এই ঘটনা ঘটে। বন্দী এই নারীকে উদ্ধার করে হরিয়ানা পুলিশের নারী সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধকারী ইউনিট। উদ্ধারকারী কর্মকর্তা রজনি গুপ্ত জানান, প্রতিবেশিদের কাছে তথ্য পেয়ে এই উদ্ধারাভিযান চালান তারা। এএনআই
[৪] রজনি গুপ্ত বলেন, আমি খবর পাই, এক বছরের বেশি সময় ধরে একজন নারী টয়লেটে বন্দী আছেন। আমি আমার দল নিয়ে এখানে আসি এবং দেখতে পাই অভিযোগ সত্য। দেখে মনে হচ্ছে বেশ কিছুদিন ধরে এই নারী কিছুই খাননি। এনডিটিভি
[৫] এই নারীর স্বামীর দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন। তিনি বলেন, তার মানসিক অবস্থার ঠিক নেই। আমরা তাকে বাইরে বসতে বললে সে রাজি হতো না। তাকে আমরা বেশ কয়েকবার ডাক্তারের কাছে নিলেও সে সুস্থ হয়নি। অবশ্য পুলিশ বলছে মেয়েটি মানসিকভাবে সুস্থ। দ্য হিন্দু
[৫] এই ব্যাপারে অভিযোগ দায়ের করেছে পুলিশ। পুলিশের এক কর্মকর্তা জানান এই ব্যাপারে তারা যথাসম্ভব ব্যবস্থা নিচ্ছেন। তবে প্রাথমিক তদন্তে বোঝা গেছে মেয়েটিকে নির্যাতনের উদ্দেশ্যেই আটকে রাখা হয়েছিলো।