শরীফ শাওন: [২] গ্লোব বায়োটেক লিমিটেড রিসার্চ এ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ড. আসিফ মাহমুদ বলেন, প্রাণিদেহে ব্যানকোভিড ভ্যাকসিনের সফলতার পর মানবদেহে ট্রায়ালের অপেক্ষায় আছি। থার্ড পার্টি কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশন (সিআরও) হিসেবে আইসিডিডিআরবি’র সঙ্গে চুক্তি হয়েছে। তারা ভ্যাকসিনটি ট্রায়ালের অনুমোদন চেয়ে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) এর কাছে চিঠি পাঠাবেন।
[৩] বুধবার গ্লোব বায়োটেক লিমিটেড ও আইসিডিডিআরবি’র সমঝোতা চুক্তি শেষে তিনি একথা জানান।
[৪] আসিফ মাহমুদ বলেন, সিআরও আমাদের সঙ্গে ক্লিনিক্যাল ট্রায়ালের প্রটোকল তৈরি করবে। পরবর্তীতে তা রিভিউ করে ইথিক্যাল অ্যাপ্রুভালের জন্য বিএমআরসিতে আবেদন করবেন।
[৫] আইসিডিডিআরবি জনসংযোগ কর্মকর্তা তারেক হোসেইন বলেন, প্রাথমিক পর্যায়ের সমঝোতা স্বাক্ষর হয়েছে। সেখানে শুধু ভ্যাকসিনের ট্রায়াল নয়, বরং গ্লোব বায়োটেকের যে বায়োটেক পণ্যগুলো আছে সেগুলো নিয়ে একত্রে কাজ করার চুক্তি হয়েছে। [৬] ট্রায়ালের অনুমোদন আবেদন নিয়ে তিনি বলেন, প্রক্রিয়াটি মাত্র শুরু হয়েছে, এখনো অনেক ধাপ বাকি আছে। সেগুলো সম্পন্ন করার পর আমরা আবেদনের বিষয়টি বলতে পারবো। সম্পাদনা: ইকবাল খান