শিরোনাম
◈ চী‌নে এশিয়া কাপ হ‌কি‌তে বাংলা‌দে‌শের হ্যাটট্রিক জয়  ◈ তিন নম্বর সতর্ক সংকেতে সুন্দরবনের খালে আশ্রয় নিয়েছে শত শত মাছ ধরার ট্রলার ◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০১:৫৮ রাত
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের পান্না ব্যাটারির বিরুদ্ধে ৬২ লাখ টাকার ভ্যাট ফাঁকির মামলা

সুজন কৈরী: ফরিদপুরের পান্না ব্যাটারি ফ্যাক্টরির বিরুদ্ধে প্রকৃত বিক্রয়ের তথ্য গোপন করার অভিযোগে ৬২ লাখ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা দায়ের করেছে ভ্যাট গোয়েন্দা কর্তৃপক্ষ। বুধবার পান্না ব্যাটারির বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। যা নিষ্পত্তি করবে যশোরের ভ্যাট কমিশনারেট।

ভ্যাট গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটি ব্যাটারি তৈরির মূল উপাদান হার্ড লিড তৈরি করে। এরপর তারা তা ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে। গোপন তথ্যে গত ১২ আগস্ট ভ্যাট গোয়েন্দার সহকারী পরিচালক সালাউদ্দিন রিপনের নেতৃত্বে একটি দল ফরিদপুরের এই ফ্যাক্টরিতে অভিযান চালায়। অভিযানকালে গোয়েন্দারা প্রতিষ্ঠানটির বাণিজ্যিক দলিলাদি জব্দ করেন এবং মাসিক ভ্যাট রিটার্নের সাথে সেগুলো যাচাই করেন। এতে দেখা যায়, প্রতিষ্ঠানটি ২০১৮ সালে ৩৯৮টি ভ্যাট চালান ইস্যু না করে পণ্য সরবরাহ করেছে। ফরিদপুর ভ্যাট সার্কেলে রক্ষিত রিটার্নের সঙ্গে এগুলোর কোনো কপি পাওয়া যায়নি।

পান্না ব্যাটারির বাণিজ্যিক দলিলে পাওয়া এসব এন্ট্রি ভ্যাট রিটার্নে গোপন করেছিল। এর মাধ্যমে তারা গোপনে কারখানা থেকে ২৭ লাখ ৭২ হাজার ২ কেজি হার্ড লিড সরবরাহ করে। তাদের মূল্য ঘোষণা অনুযায়ী প্রতি কেজি হার্ড লিডের মূল্য সাড়ে ১০ টাকা। এতে ভ্যাট ফাঁকির পরিমাণ দাঁড়ায় ৪৩ লাখ ৬৬ হাজার টাকা।

ভ্যাট আইন অনুযায়ী সময়মতো ভ্যাট না দেয়ায় ২ শতাংশ হারে সুদ আদায়যোগ্য ১৮ লাখ ৩৪ হাজার টাকা। এভাবে পান্না ব্যাটারির সর্বমোট ভ্যাট ফাঁকির পরিমাণ দাঁড়ায় ৬২ লাখ টাকা। একই সঙ্গে ন্যায় নির্নয়ন (বিচার) প্রক্রিয়ায় অভিযোগ প্রমাণিত হলে আরও ব্যক্তিগত জরিমানা আরোপ করা হতে পারে বলে জানিয়েছে ভ্যাট গোয়েন্দা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়