সাদ্দাম হোসেন: [২] নীল আকাশ। সাদা মেঘের ভেলা আর কাশফুলে প্রকৃতি একাকার হয়ে সেজেছে অপরুপ সাজে। শুভ্র আলোয় যেন উদ্ভাসিত হচ্ছে চার পাশ। ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার জগন্নাথপুর এলাকার পুকুর ও নদী ধারে কাশফুলের এ মেলায় বিমোহিত হচ্ছে সৌন্দর্য পিপাসুরা।
[৩] আকাশে সাদা মেঘের ভেলা আর মাটিতে শ্বেতশুভ্র কাশফুল জানান দেয়, আর ক’দিনের মধ্যে প্রকৃতিতে শরতের শেষ দিনের বার্তা। আর কাশফুলের এ শুভ্রতার আনন্দে মেতে উঠেছে ঠাকুরগাঁওয়ের সব বয়সী মানুষ।
[৪] জেলার সদর উপজেলার জগন্নাথ পুর সিংগিয়া গ্রামের ক্ষেতের আলে, পুকুর পাড়ে ঢেকে গেছে কাশফুলে। নীল আকাশে সাদা মেঘের সাথে পুকুর পাড়ে, ক্ষেতের আলে থোকা থোকা শুভ্র কাশফুলের মেলবন্ধন মন কাড়ে প্রকৃতিপ্রেমীদের।
[৫] শরতের এ অপরুপ দৃশ্য উপভোগ করতে আসা কয়েকজন শিক্ষার্থী বলেন, করোনাকালে এ সময়ে ঘরে বন্দি থেকে যেন নাভিশ্বাস উঠে গেছে। একটা দীর্ঘনিশ্বাস নিয়ে হাঁপিয়ে উঠা জীবনটাকে একটু স্বস্তি দিতে এখানে ছুটে আসা।
[৬] তবে বৈশ্বিক উষ্ণতা আর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ফলে ধীরে ধীরে প্রকৃতি হারাচ্ছে তার চিরচারিত রূপ। তাই শরতের সৌন্দর্য ধরে রাখতে সরকারের পদক্ষেপ নেয়া দরকার বলে মনে করছেন বিশিষ্টজনেরা। সম্পাদনা: হ্যাপি