শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ১২:২১ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেনাবাহিনীর জন্যই ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে, পাকিস্তানে বলছেন বিরোধীরা

রাশিদুল ইসলাম : [২] পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মিলিটারির হাতের পুতুল ছাড়া কিছু নন। পাকিস্তানে পাশতুন নেতা ও পাকিস্তানের সিনেটের প্রাক্তন সদস্য আফরাসিয়াব খট্টক বলেন, পাকিস্তানে এখন অঘোষিত সেনা শাসন চলছে। সাউথ এশিয়ানস এগেইন্সট টেররিজম অ্যান্ড হিউম্যান রাইটস সংগঠনের পঞ্চম বার্ষিক কনফারেন্সে তিনি ওই মন্তব্য করেন। টাইমস অব ইন্ডিয়া/ এক্সপ্রেস ট্রিবিউন

[৩] পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূত হুসেন হাক্কানি এবং যুক্তরাষ্ট্র প্রবাসী কলামিস্ট মোহাম্মদ তাকি যৌথভাবে ওই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এর আগে লন্ডনে ও ওয়াশিংটনে ওই সংগঠনটি আত্মপ্রকাশ করে। করোনা অতিমহামারীর মধ্যে ভার্চুয়াল সম্মেলনে সংগঠনের প্রতিনিধিরা ইমরানকে সেনাবাহিনীর হাতের পুতুল বলে অভিহিত করেন।

[৪] পাকিস্তানের সেনাবাহিনী এই সংগঠনের সদস্যদের ভাল চোখে দেখে না। অনেকসময় তাদের বিদেশে যেতে বাধা দেওয়া হয়। কিন্তু এবার ভার্চুয়াল সম্মেলন হওয়ার ফলে দেশ-বিদেশের বহু গণতান্ত্রিক মনোভাবাপন্ন পাকিস্তানি নাগরিক তাতে অংশগ্রহণ করেন।

[৫] খট্টক বলেন, পাকিস্তানে এখন মার্শাল ল চলছে। তা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে বিকৃত করছে। সেনাবাহিনী দেশে রাজনীতি করাই নিষিদ্ধ করে দিয়েছে। গোয়েন্দা সংস্থার কর্তারা সাংসদদের নির্দেশ দিচ্ছেন, কখন তারা অধিবেশনে অংশগ্রহণ করবেন আর কখন করবেন না।

[৬] হাক্কানি বলেন, ইমরান খান অভিযোগ করেছিলেন, তাদের সংগঠনের জন্য আন্তর্জাতিক মহলে পাকিস্তানের বদনাম হচ্ছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, পাকিস্তান সরকার যেভাবে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে, নাগরিকদের স্বাধীনতা কেড়ে নিয়েছে, তাতেই সম্মান নষ্ট হচ্ছে দেশের।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়