জিএম মিজান: [২] বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের পিরব টু মোলামগাড়ী আঞ্চলিক সড়কের চর বাকরা ব্রীজের কাছে রাস্তার উপর গাছ কেটে বেড়িকেড দিয়ে ট্রান্সকমের গাড়ীতে ডাকাতি করে। ঘটনাটি রবিবার দিবাগত রাত অনুমান ৯টায় ঘটে।
[৩] জানা যায়,উপজেলার পিরব ইউনিয়নের পিরব টু মোলামগাড়ী আঞ্চলিক সড়কের চর বাকরা ব্রীজের কাছে রাস্তার উপর গাছ কেটে বেড়িকেড দিয়ে ট্রান্সকম ডিসট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর গাড়ী আটিকিয়ে তাহাদের নিকট থাকা অনুমান সর্বমোট ৬,১৩,৯৩০/-(ছয় লক্ষ তের হাজার নয়শত ত্রিশ) টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়।
[৪] এরপর ট্রান্সকম ডিসট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর উদ্ধর্তন কর্মকর্তারা শিবগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করে। এরপর বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ডাকাতির মালামাল ও ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তার অভিযান শুরু হয়।
[৫] ডিবি’র একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জেলার দুপচাঁচিয়া থানা বাসষ্ট্যান্ড হইতে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য মো. খোকন (৪৪), পিতা-মৃত হাফিজার, সাং-দুর্গাপুর, থানা-পলাশবাড়ি, জেলা-গাইবান্ধা, মো. নওশা মিয়া (৩২) পিতা-মো. মজিবর রহমান মজি সাং-আজমপুর, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর, মো. কামরুল ইসলাম (৩০) ওরফে সোহাগ, পিতা-মৃত শামস উদ্দিন, সাং-ভাটরা, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়া, মো. নজরুল ইসলাম (৪২) বগুড়া জেলার সদর থানার শিকারপুর পূর্বপাড়া গ্রামের মৃত ফরিদ উদ্দিনের ছেলেকে গ্রেপ্তার করে।
[৬] গ্রেপ্তারকৃদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত (অটো রিকশা), লুন্ঠিত নগদ ১,৮০,০০০/-(এক লক্ষ আশি হাজার) টাকা, ও একটি ারা০ মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃদের বিজ্ঞ আদালতে সোপর্দপূর্বক ১০দিনের রিমান্ডের আবেদন করা হইয়াছে।
[৭] বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী পিপিএম এ প্রতিবেদক-কে বলেন, গ্রেপ্তারকৃদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত (অটো রিকশা), লুন্ঠিত নগদ ১,৮০,০০০/ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃদের বিজ্ঞ আদালতে সোপর্দপূর্বক ১০দিনের রিমান্ডের আবেদন করা হইয়াছে। সম্পাদনা: সাদেক আলী