শিরোনাম
◈ ষড়যন্ত্রকারীদের হিসাব পাল্টে যাবে যদি বিএনপি রাজপথে নামে: ফখরুলের সতর্কবার্তা ◈ এনসিপির মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার, মুক্তিযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য ছাড় ◈ অ-অভিবাসী ৮০ হাজার ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন ◈ জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ◈ প্রার্থী ঘোষণা করায় চাঙ্গা বিএনপির তৃণমূল ◈ গভর্নর আহসান এইচ মনসুরকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিল বিনিয়োগকারী ঐক্য পরিষদ ◈ ৫ দুর্বল ইসলামী ব্যাংক: আমানতকারীরা যেভাবে টাকা ফেরত পাবেন ◈ জুলাই সনদ ও গণভোটের দাবিতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ, রাজধানীতে তীব্র যানজট ◈ এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার ◈ ফের বেড়েছে সোনা-রুপার দাম, দেশে ভরি কত?

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৯:১৭ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদক মামলার আসামি পশুর নদীতে ঝাঁপ দিয়ে ধরল পুলিশ

শেখ সাইফুল: [২] বাগেরহাটের মোংলায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শহীদ ওরফে মগা শহীদকে (৪০) পশুর নদীতে ঝাঁপ দিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরতলির সিগন্যাল টাওয়ার এলাকায় অভিযান চালান উপপরিদর্শক (এসআই) অমিত কুমার বিশ্বাসসহ পুলিশ সদস্যরা। এ সময় ওই এলাকায় থাকা মাদক ব্যবসায়ী ও তিনটি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শহীদ পুলিশকে দেখামাত্র দৌড়ে গিয়ে পাশের পশুর নদে ঝাঁপ দেয়। পুলিশও নদীতে ঝাঁপিয়ে পড়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় মাদক ব্যবসায়ী শহীদ ও পুলিশের এসআই অমিত আহত হন। শহীদকে গ্রেপ্তারের পর রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা নিয়েছেন এসআই অমিত কুমার বিশ্বাসও।

[৪] ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, শহীদ এলাকার চিহ্নিত মাদক কারবারি। তিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগন্যাল টাওয়ার এলাকার বাসিন্দা।

[৫] তিনি আরও জানান, মঙ্গলবার তাঁকে বাগেরহাট আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

[৬] ওসি জানান, মোংলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের অংশ হিসেবে এরই মধ্যে বেশ কিছু বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধারসহ কয়েকজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক ব্যবসা ও সেবনকারীদের দৌরাত্ম্য বন্ধে পুলিশকে সহায়তা করার জন্য তিনি সমাজের সব শ্রেণী-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়