জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ধানক্ষেত থেকে একদিন বয়সী এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কামরাবাদ ইউনিয়নের সোনাকান্দর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোনাকান্দর গ্রামের কৃষক আব্দুল বারেক বিকেলে নিজের ধানক্ষেতে পানি সেচ দিতে যান। এ সময় ক্ষেতে একটি ব্যাগ দেখতে পায়। ব্যাগটি খুলে দেখেন ভেতরে একটি নবজাতকের মৃতদেহ। মুহূর্তেই খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। পরে উদ্ধারকৃত মৃতদেহটি রাতে দাফন করে এলাকাবাসী।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু মোহাম্মদ ফজলুল করীম জানান, ধানক্ষেতে একদিন বয়সী নবজাতকের মৃতদেহ উদ্ধারের খবর পেয়েছি। কারো কোনো অভিযোগ না থাকায় স্থানীয়দের দাফনের অনুমতি দেয়া হয়েছে।