স্পোর্টস ডেস্ক : [২] টানা চতুর্থবারের মতো ফ্রেঞ্চ ওপেন জিতেছেন রাফায়েল নাদাল।
[৩] জোকার খ্যাত নোভাক জোকোভিচকে সরাসরি সেটে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা নিজের করে নেন এই স্প্যানিশ তারকা ।
[৪] শিরোপার সাথে সাথে ভাগ বসিয়েছেন রজার ফেদেরারের রেকর্ডে। দুজনের গ্র্যান্ড স্লামের সংখ্যা এখন ২০টি।
[৫] রেকর্ড ১৩তম ফ্রেঞ্চ ওপেন জয়ের পথে ক্লে-কোর্টের রাজা ৬-০, ৬-২ ও ৭-৫ গেমে হারিয়েছেন জোকোভিচকে। প্রথম দুই সেটে পাত্তা না পেলেও জোকোভিচ তৃতীয় সেটে ঘুরে দাঁড়াতে চেষ্টা করেন। তবে নাদালের বিপক্ষে আর পেরে ওঠেননি তিনি।