আয়ারল্যান্ডের প্রথম ৫ উইকেট পর্যন্ত কোন ক্যাচ হাতে জমেনি তানজিদ হাসান তামিমের। এরপর একে একে উঠল ক্যাচ, সবগুলোই গেল তানজিদের হাতে। তাতে বিশ্ব রেকর্ডে নাম উঠালেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ৫টি করে ক্যাচ নেওয়ার নজির ছিলো আর দুটি। মালদ্বীপের ওয়াদেগে মালিন্দা কাতারের বিপক্ষে ২০২৩ সালে নেন ৫ ক্যাচ। চলতি বছর সুইডেনের সেদিক সাহাক আইল অফ ম্যানের বিপক্ষে নেন ৫ ক্যাচ। তাদের সঙ্গে এখনো এই রেকর্ডে নাম উঠল তানজিদের।
মোস্তাফিজুর রহমানের বলে তানজিদ নেন দুই ক্যাচ। রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিনের বলে নেন একটি করে।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোচ ফিল্ডারের এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড ছিলো ৩টি। সেটাও করেছিলেন ১১ জন।
এদিন তানজিদের কোন ক্যাচই অবশ্য খুব কঠিন কিছু ছিলো না। রুটিন ক্যাচগুলো মুঠোয় জমিয়ে নিজের কাজটা করতে পেরেছেন তিনি। একজনের হাতে পাঁচটা ক্যাচ যাওয়া ভাগ্যেরও ব্যাপার। সেটাই পক্ষে গেছে তার।