শিরোনাম
◈ পক্ষপাতমূলক আচরণে বিএনপির সন্দেহের তালিকায় উপদেষ্টারা কারা ◈ ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিকের নৃশংস হত্যাকাণ্ডে তীব্র নিন্দা বাংলাদেশের ◈ রাকসুতে কে কোন পদে জিতলেন ◈ তোমার মাথার দাম ১০ কোটি, ফোন করে বলেছিল আমাকে : সালাউদ্দিন আম্মার ◈ এবার ভেনেজুয়েলায় অভিযান চালাতে সিআইএকে অনুমোদন ট্রাম্পের ◈ ইরানের নতুন ড্রোন 'আরশ-২' ইসরাইল-আমেরিকার যেকোনো ঘাঁটি ধ্বংসের সক্ষমতা! ◈ ‌দে‌শের রাজনী‌তি চল‌ছে কোন প‌থে,  নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি কি সরকারের মুখােমুখি? ◈ ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা, হতে পারে জেল ◈ ব্রা‌জিল নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ খেলবে ◈ আগামী বছরের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, শেষ জায়গা দখল করলো কারা? 

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ০৫:২৮ সকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উইঘুর মুসলিমদের চুল কেটে বিদেশে বিক্রি করছে চীন!!

ডেস্ক রিপোর্ট : দীর্ঘদিন ধরেই শিনজিয়াং প্রদেশে বসবাসকারী উইঘুর মুসলিমদের উপর অকথ্য অত্যাচার চালাচ্ছে চীনের সরকার। তাঁদের জোর করে বন্দিশিবিরে আটকে রাখার পাশাপাশি উইঘুর মহিলাদের উপর অকথ্য অত্যাচার চালানো হচ্ছে। সহবাস থেকে গর্ভপাত, পুরোটাই চলছে জোর খাটিয়ে। এবার জানা গেল, শিনজিয়াং প্রদেশের বিভিন্ন প্রান্তের বন্দিশিবিরে থাকা উইঘুর মুসলিমদের চুল কেটে নিয়ে তা বিদেশ বিক্রি করছে চীন। সম্প্রতি এর জেরে আমেরিকা ও ইউরোপের বেশ কয়েকটি দেশ চীন থেকে মানুষের চুল রপ্তানি করা বন্ধ করে দিয়েছে বলে জানা গিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কয়েকমাস ধরে চীন শিনজিয়াংয়ের বন্দিশিবিরে থাকা উইঘুর (Uighur) মুসলিমদের মাথা নেড়া করিয়ে দিচ্ছে বলে জানা যাচ্ছিল। ওই বন্দিশিবিরে থাকা এক ব্যক্তি তাঁদের উপর হওয়া অকথ্য অত্যাচারের বর্ণনা দেন। জোর করে সেখানকার বন্দিদের চুল কেটে নেওয়া হচ্ছে বলে জানান। এরপরই জানা যায়, সেগুলি ব্যবহার করার উপযুক্ত করে আমেরিকা-সহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করছে চীন। এই খবর পাওয়ার পরেই আমেরিকার শুল্ক ও সীমান্ত সুরক্ষা কর্তৃপক্ষ চীনের থেকে আমদানি করা মানুষের চুল দেশে ঢোকানোর বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে। গত জুন মাসে মোট ১৩ টন চুলও বাজেয়াপ্ত করা হয়েছে। ইতিমধ্যে চীনের বেশ কয়েকটি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে ওয়াশিংটন।

প্রসঙ্গত উল্লেখ্য, আমেরিকায় মানুষের চুলের প্রচুর চাহিদা রয়েছে। শুধু ২০১৮ সালেই আড়াই বিলিয়ন ডলারের ব্যবসা হয়েছে দেশজুড়ে। তার মধ্যে বেশিরভাগই চীন থেকে আমদানি করা হয়েছিল। ২০১৭ সাল থেকেই চীনের শিনজিয়াং প্রদেশের ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের চুল আমেরিকায় বিক্রি হচ্ছিল। আর এই প্রদেশেই উইঘুর মুসলিমদের উপর অত্যাচার ঘটনা ঘটছে।
সূত্র- সংবাদ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়