শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ০৫:১০ সকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিষাক্ত রাসায়নিক পদার্থ দিয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরির দা‌য়ে এসিআই কোম্পানিকে ১ কোটি টাকা জরিমানা

সুজন কৈরী: [২] বিষাক্ত রাসায়নিক পদার্থ মিথানল দিয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরির দা‌য়ে এসিআই কোম্পানিকে ১ কোটি টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে বাজারে থাকা হ্যান্ড স্যানিটাইজারগুলো আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে ধ্বংস করার নির্দেশ দেয়া হয়েছে। রোববার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর মিরপুরে এসিআইয়ের ডিপোতে অভিযান পরিচালনা করে জরিমানা ও এই নির্দেশনা দেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

[৩] র‍্যাব সদর দপ্ত‌রের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃ‌ত্বে চালানো এই অভিযানে স্যাভলন ইন্সট্যান্ট হ্যান্ড স্যানিটাইজারের ২৫ মিলিগ্রামের টিউবের ৩টি ব্যাচের পণ্যে মিথানল পান ভ্রাম্যমাণ আদালত।

[৪] অভিযান শেষে নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট বলেন, সম্প্রতি এসিআইয়ের গাজীপুরের কারখানায় অভিযান চালিয়ে নকল হ্যান্ড স্যানিটাইজারের সন্ধান পাওয়ার পর কারখানাটি সিলগালা করে দেয়া হয়। সেই সঙ্গে জরিমানা করা হয় ১৭ লাখ টাকা।

[৫] তিনি বলেন, সে সময় তাদের এ ধরণের প্রতারণা থেকে বিরত থাকতে নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু তারা সে নির্দেশনা মানেনি। গোপন তথ্যে জানতে পারি, তাদের তৈরিকৃত নকল হ্যান্ড স্যানিটাইজার বাজারে রয়েছে। তাই রোববার তাদের মিরপুরের ডিপোতে থাকা হ্যান্ড স্যানিটাইজারগুলো পরীক্ষা করা হয়। পরীক্ষায় ফের নকল ধরা পড়ে। তাই কোম্পানিটিকে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাজারে সরবরাহকৃত হ্যান্ড স্যানিটাইজারগুলো প্রত্যাহার করে ধ্বংস করতে কোম্পানিটিকে নির্দেশ দেয়া হয়েছে।

[৬] তিনি আরো বলেন, রাসায়নিক পদার্থ ইথানলের সঙ্গে হাইড্রোজেন পারঅক্সাইড, গ্লিসারিন ও ঠাণ্ডা ফোটানো পানি অথবা আইসোপ্রোপাইল এলকোহলের (প্রোপানল) সাথে হাইড্রোজেন পারঅক্সাইড ও গ্লিসারিনসহ বিভিন্ন উপাদান নির্দিষ্ট পরিমাণে মিশালে তৈরি হয় হ্যান্ড স্যানিটাইজার। কিন্তু নির্দিষ্ট পরিমাণের বাহিরে কেউ যদি কোনো একটি উপাদান কম বেশি মেশায় বা কোনো উপাদান বাদ দেয়া হয়, তাহলে সেই হ্যান্ড স্যানিটাইজার জীবাণুমুক্ত না করে স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে পারে। আর যদি কেউ ইথানলের পরিবর্তে মিথানল ব্যবহার করে তবে এর ব্যবহারে মাথা যন্ত্রণা, বমি, অন্ধত্ব, জ্ঞান হারানো থেকে কোমায় পর্যন্ত চলে যেতে পারেন যে কোনো ব্যক্তি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়