গোলাম মোর্তোজা : রাষ্ট্র ও সরকারের ‘ভাবমূর্তি ক্ষুণ্ন’ হয় এমন কোনো পোস্ট দিতে পারবে না কলেজ শিক্ষক ও শিক্ষার্থীরা। এমন কোনো পোস্টে লাইক, শেয়ারও দিতে পারবে না। দুর্নীতি, অনিয়ম, ধর্ষণ, বিচারবহির্ভূত হত্যা এতে কী ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, কার? সরকারের না রাষ্ট্রের।
কে নির্ধারণ করবেন। ধর্ষণ বিরোধী আন্দোলন নিয়ে ফেসবুকে লিখতে পারবেন না কলেজ শিক্ষার্থীরা, কলেজ শিক্ষকরা, আন্দোলনকারীদের পোস্টে লাইক দিতে পারবেন না, শেয়ার দিতে পারবেন না। রাষ্ট্রের ‘ভাবমূর্তি ক্ষুণ্ন’ কে করে। একজন এমপি যখন কুয়েতে গিয়ে দুর্নীতি করে ধরা পড়ে, তখন কার ভাবমূর্তি ক্ষুন্ন হয়, রাষ্ট্রের না জনগণের? ধর্ষণ বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে কেন কারো ভাবমূর্তি ক্ষুন্ন হবে। শিক্ষিত কলেজ শিক্ষক-শিক্ষার্থীরা কেন ধর্ষণ, দুর্নীতির প্রতিবাদ করতে পারবে না? ফেসবুক থেকে