শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ০২:২১ রাত
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমাদের অভিনন্দন প্রাপ্য: কাসেমিরো

স্পোর্টস ডেস্ক : [২] বলিভিয়াকে গুঁড়িয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করায় ব্রাজিলের অভিনন্দন প্রাপ্য বলে মনে করছেন কাসেমিরো। তবে আত্মতুষ্টিতে না ভুগে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের তারকা মিডফিল্ডার দেখছেন আরও উন্নতির জায়গা।

[৩] আগামী ২০২২ কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের প্রথম রাউন্ডে দুর্দান্ত নৈপুণ্য উপহার দিয়েছে ব্রাজিল। শনিবার নিজেদের মাঠে বলিভিয়াকে ৫-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে তিতের শিষ্যরা।

[৪] প্রায় ১১ মাস পর খেলতে নামা সেলেসাওদের জয়ে জোড়া গোল করেন লিভারপুল তারকা রবার্তো ফিরমিনো। জালের দেখা পান ফিলিপ কৌতিনহো আর মারকুইনহোসও। অন্য গোলটি আত্মঘাতী। আর নিজে লক্ষ্যভেদ করতে না পেলেও দারুণ খেলে একাধিক গোলের সুযোগ তৈরি করে দেন দলটির সেরা তারকা নেইমার।

[৫] ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার কাসেমিরো বলেছেন, ‘আমি মনে করি, উন্নতির জায়গা সবসময়ই থাকে। গুরুত্বপূর্ণ হলো, একত্রে খেলার সঙ্গে মানিয়ে নেওয়া। আরও ম্যাচ খেললে আমরা আরও বেশি মানিয়ে নিতে পারব। এটাই গুরুত্বপূর্ণ। আজকে আমাদের অভিনন্দন প্রাপ্য। আমরা সব সময়ই গোলের জন্য চেষ্টা করছিলাম।

[৬] একে তো ঘরের মাঠে ম্যাচ, তার উপর বলিভিয়া সহজ প্রতিপক্ষ। কিন্তু তাদেরকে হালকাভাবে না নিয়ে সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বাড়ানোর পরিকল্পনা ছিল ব্রাজিলের, জানিয়েছেন কাসেমিরো, নিঃসন্দেহে আমরা এটাকে (বাছাইপর্বের ম্যাচ) গুরুত্বের সঙ্গে নিয়েছি। কোনো সময়ই আমরা অদ্ভুত কোনো কিছু করার চেষ্টা করিনি। - ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়