গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার উলুসারায় অবস্থিত এফবি ফুটওয়্যার কারখানায় আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে কালিয়াকৈর ও মির্জাপুর দমকল বাহিনীর সাতটি ইউনিট কাজ করছে।।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান হারুন বলেন, এটি জুতার কারখানা হওয়ায় প্রচুর কালো ধোঁয়া বের হচ্ছে, এতে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।
শনিবার বিকেলে লাগা আগুন রাত ১১টায় এখবর লেখা পর্যন্তও নিয়ন্ত্রণে আসেনি।
দমকাল বাহিনী ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, উপজেলা উলুসারা এলাকায় এফবি ফুটওয়্যার লিমিটেড নামের জুতা তৈরির একতলা ভবনটি টিন শেডের তৈরি।
ওই ভবনে জুতার স্যোল তৈরি করা হয় এবং একপাশে জুতা তৈরির কেমিক্যাল রাখা ছিল। ধারণা করা হচ্ছে, ওই কেমিকেল থেকে বিকাল সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। এসময়ে ওই ভবনে থাকা শ্রমিকরা দৌড়ে বেরিয়ে যায়। এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।