শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২০, ১১:০৭ দুপুর
আপডেট : ১০ অক্টোবর, ২০২০, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গজারিয়ায় গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষে সাফল্য, বাণিজ্যের সম্ভাবনা

নেয়ামূল হক : [২] মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের কাউনিয়া কান্দি গ্রামে সফল চাষী ফেরদৌস ঢালির অদম্য প্রচেষ্টায় গ্রাফটিং পদ্ধতিতে বিনা ৮ টমেটো চাষে সফলতা লাভ করেছে।

[৩] এই ফসলটি উষ্ণ তাপমাত্রা সহনশীল বিদায় বছরের যে কোন সময় চাষ করা সম্ভব। এ কৃষক এক বিঘা জায়গার উপরে প্রায় দুই হাজার সাতশত বনবেগুন এর সাথে গ্রাফটিং পদ্ধতিতে খরা সহিষ্ণু বিনা ৮ টমেটোর চারা রোপণ করেছে।

[৪] এ পদ্ধতিতে বছরের যেকোনো সময় গ্রাফটিং করে চাষাবাদ করা সম্ভব এবং অল্প সময়ে কৃষকরা কম ব্যয়ে অধিক ফলনে আয় করা সম্ভব।

[৫] সরেজমিনে গিয়ে দেখা যায় যে প্রতিটা গাছে ফুল আসতে শুরু করেছে । খরা সহিষ্ণু গ্রাফটিং পদ্ধতিতে মাত্র ৭৫ দিনে বিনা ৮ টমেটো উৎপাদন সম্ভব হয়েছে। এবং প্রতিটি গাছ তিন থেকে চার ফুট উচ্চতায় প্রায় চার থেকে পাঁচ কেজি টমেটো উৎপাদন হয় বলে আমাদের জানিয়েছে।

[৬] কৃষক ফেরদৌস ঢালি জানান এই পদ্ধতি বর্তমান সময়ের সময় উপযোগী এবং প্রতিটা কৃষক জমিতে চাষাবাদ করলে অল্প সময়ে অধিক লাভবান হওয়া যাবে ।
তিনি আরো জানান বিশ্বের অন্যান্য দেশে উচ্চতর ডিগ্রি নিয়ে কৃষির উপর গবেষণা করে চাষাবাদ করে ।এবং আমাদের দেশে কৃষকরা নিরক্ষর থাকার কারণে উন্নত প্রযুক্তির ব্যবহার ও অল্প সময়ে অধিক লাভবান হওয়া যায় সেই জ্ঞান না থাকায় কৃষকরা কৃষি কাজ করে লাভবান হতে পারে না। তাই এ ব্যাপারে সরকারের নীতিনির্ধারকরা যথাযথ উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা নিবে বলে আশা রাখি।

[৭] এ ব্যাপারে গজারিয়া উপজেলার কৃষি কর্মকর্তা জানান এ গ্রাফটিং পদ্ধতি উচ্চ তাপমাত্রা সহনশীল বিদায়ী বছরের যেকোনো সময়ই চাষাবাদ করা যায়। এ ফসল চাষাবাদে কৃষকদের সর্বাধিক সহযোগিতা অব্যাহত থাকবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়