শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২০, ০৯:০৩ সকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০২০, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনকে মোকাবেলায় ভারতের পাশে যুক্তরাষ্ট্রের প্রয়োজন বললেন পম্পেও

রাশিদুল ইসলাম : [২] চীনের বিরুদ্ধে এর আগেও অনেকবার যুক্তরাষ্ট্রের সাহায্য ভারতের দরকার তা বলেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ফের একই দাবি করলেন। বললেন, ভারতের দরজায় এসে দাঁড়িয়েছে দিন। এই অবস্থায় ভারতের পাশে যুক্তরাষ্ট্রের প্রয়োজন। সাহায্য করতে যুক্তরাষ্ট্র তৈরি। এনডিটিভি/টাইমস অব ইন্ডিয়া

[৩] শুক্রবার মাইক পম্পেও বলেন, চীনের বিরুদ্ধে এই লড়াইয়ে পার্টনার হিসেবে যুক্তরাষ্ট্রকে প্রয়োজন কারণ ভারতের বিরুদ্ধে প্রচুর সেনা মোতায়েন করেছে দেশটি। পরিস্থিতি বদলাতে শুরু করেছে। এবং ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এই আতঙ্কের বিরুদ্ধে লড়াই করে এক উজ্জ্বল পৃথিবী তৈরি করতে চাচ্ছে। টোকিওতে ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে প্যাসিফিক নেশসন বৈঠকে এই কথা বলেন পম্পেও।

[৪] টোকিও বৈঠক শেষ করেই ভারতে আসছেন পম্পেও। সঙ্গে থাকছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। বসবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে। আগামী সপ্তাহে মার্কিন ডেপুটি সেক্রেটারি স্টিফেন বিয়েগান ভারতে আসছেন।

[৫] ভারতের সঙ্গে চীনের সম্পর্ক গত এপ্রিল-মে মাস থেকে উত্তপ্ত হওয়ার পর দুটি দেশের মধ্যে সামরিক বাহিনীর উচ্চপর্যায়ে ও কূটনৈতিক স্তরে অনেক বৈঠক হয়েছে। কিন্তু সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে কোনও সমাধান হয়নি। বরং সেনা মোতায়েন বাড়িয়েছে উভয় দেশ। প্রয়োজন পড়লে আগ্নেয়াস্ত্র ব্যবহার করারও নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় সেনাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়