শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২০, ০২:৪১ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০২০, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক বিক্রেতা আটক

যশোর প্রতিনিধি: [২] যশোর কোতয়ালি ও সদর ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে শহরের চাঁচড়া ডালমিল আদর্শপাড়ার মৃত শেখ আব্দুর রশিদের ছেলে শাকিল (৪৮) শহরের নীলগঞ্জ তাঁতিপাড়ার কমিশনার অফিসের পিছনে আলমগীর হোসেনের ছেলে আরমান হোসেন সবুজ (২০) শার্শা উপজেলার আমতলা গাজিপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে খায়রুল ইসলাম (২৭)। আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে।

[৩] কোতয়ালি থানার এস আই ওয়াহিদুজ্জামান জানান, বৃহস্পতিবার ৮ অক্টোবর সন্ব্যায় গ্রেফতারি পরোয়ানা ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালে গোপনে খবরপান চাঁচড়া ডালমিল এলাকায় জনৈক নাসিমের দোকনের সামনে পাকা রাস্তার উপর এক ব্যক্তি অবৈধ মাদক দ্রব্য গাঁজা বিক্রি করছে। এখবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

[৪] পুলিশি উপস্থিতি টের পেয়ে ওই গাঁজা বিক্রেতা পালানোর চেষ্টা করে। সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়। তার দেহ তল্লাসী করে লুঙ্গির ডান কোচের মধ্য থেকে দেড় শো গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ধৃত আসামি পুলিশকে জানান, তিনি দীর্ঘ দিন ধরে গাঁজা বিক্রি করে আসছেন। উদ্ধারকৃত গাঁজাও বিক্রির উদ্দেশ্যে কাছে রেখেছিলেন।

[৫] এদিকে একই দিন বিকেল ৪ টার দিকে সদর ফাঁড়ি পুলিশ গোপনে অভিযান চালিয়ে শহরতলীর ঝুমঝুমপুর উপজেলা গলি রাস্তার সামনে থেকে ৯৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ খায়রুল ও আরমানকে আটক করে। এদের দেহ তল্লাসি করে খায়রুলের ট্যাউজারের পকেট তেকে ৮৫ পিচ ও আরমানের প্যানের পকেট থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্দার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে কোতয়ালি থানায় পৃথক দুটি মামলা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়