শিরোনাম
◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ◈ জোট বাড়ছে বিএনপির, এনসিপি ও গণঅধিকারের সঙ্গে চলছে সংলাপ ◈ শাশুড়ির ১২ লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ! ◈ এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার কা‌ছে সিরিজ হার‌লো ভারত ◈ শ্রম আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন ◈ আমিরাতে আটক বাংলাদেশিদের মুক্তির অনুরোধে চিঠি পাঠাবেন ড. ইউনূস

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২০, ০৫:৫৬ সকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০২০, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রভাস-দীপিকার সঙ্গে এবার জুটি বাঁধলেন অমিতাভ বচ্চন

ডেস্ক রিপোর্ট: বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন এবার নাগ অশ্বিন পরিচালিত পরবর্তী সিনেমায় অভিনয় করবেন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আরও অভিনয় করছেন বাহুবলী'খ্যাত সুপারস্টার প্রভাস এবং বলিউড তারকা দীপিকা পাড়ুকোন।

শুক্রবার টুইটারে বৈজয়ন্তী মুভিজের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। একটি ভিডিও রিলিজ করে কিংবদন্তী এই অভিনেতাকে স্বাগত জানানো হয় প্রযোজনা সংস্থার পক্ষ থেকে।

এ ব্যাপারে পরিচালক নাগ অশ্বিন জানিয়েছেন, ‘নিজেকে ভাগ্যবান এবং আশীর্বাদধন্য মনে করছি বচ্চন স্যারের আমাদের এই ছবিকে বেছে নিয়েছেন বলে। তার কাছে আরও অনেক ছবির অফার ছিল। তবুও উনি আমাদের সুযোগ দিয়েছেন। পূর্ণ দৈর্ঘের এই চরিত্রটি আশা করছি তার অসামান্য প্রতিভার কদর করতে পারবে।’
বর্তমানে ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং করছেন প্রভাস। এরপর নাগ অশ্বিনের এই সিনেমার শুটিং শুরু করবেন তিনি। আগামী বছরের শুরুতে শুটিং শুরুর পরিকল্পনা করছেন নির্মাতারা।

এদিকে পুরো ভারতজুড়েই সিনেমাটি মুক্তি দেওয়া হবে। এজন্য বেশ কয়েকজন তারকা অভিনেতাকে নেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতারা। খুব শিগিগির সিনেমাটির অন্য অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।

প্রভাসের এই সিনেমা ছাড়াও রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় অভিনয় করবেন অমিতাভ।

বিডি-প্রতিদিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়