শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২০, ০৫:৫৬ সকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০২০, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রভাস-দীপিকার সঙ্গে এবার জুটি বাঁধলেন অমিতাভ বচ্চন

ডেস্ক রিপোর্ট: বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন এবার নাগ অশ্বিন পরিচালিত পরবর্তী সিনেমায় অভিনয় করবেন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আরও অভিনয় করছেন বাহুবলী'খ্যাত সুপারস্টার প্রভাস এবং বলিউড তারকা দীপিকা পাড়ুকোন।

শুক্রবার টুইটারে বৈজয়ন্তী মুভিজের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। একটি ভিডিও রিলিজ করে কিংবদন্তী এই অভিনেতাকে স্বাগত জানানো হয় প্রযোজনা সংস্থার পক্ষ থেকে।

এ ব্যাপারে পরিচালক নাগ অশ্বিন জানিয়েছেন, ‘নিজেকে ভাগ্যবান এবং আশীর্বাদধন্য মনে করছি বচ্চন স্যারের আমাদের এই ছবিকে বেছে নিয়েছেন বলে। তার কাছে আরও অনেক ছবির অফার ছিল। তবুও উনি আমাদের সুযোগ দিয়েছেন। পূর্ণ দৈর্ঘের এই চরিত্রটি আশা করছি তার অসামান্য প্রতিভার কদর করতে পারবে।’
বর্তমানে ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং করছেন প্রভাস। এরপর নাগ অশ্বিনের এই সিনেমার শুটিং শুরু করবেন তিনি। আগামী বছরের শুরুতে শুটিং শুরুর পরিকল্পনা করছেন নির্মাতারা।

এদিকে পুরো ভারতজুড়েই সিনেমাটি মুক্তি দেওয়া হবে। এজন্য বেশ কয়েকজন তারকা অভিনেতাকে নেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতারা। খুব শিগিগির সিনেমাটির অন্য অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।

প্রভাসের এই সিনেমা ছাড়াও রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় অভিনয় করবেন অমিতাভ।

বিডি-প্রতিদিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়