কূটনৈতিক প্রতিবেদক: [২] ঢাকায় নবনিযুক্ত ভারতীয় নতুন হাইকমিশনার শুক্রবার সোনারগাঁও হেটেলে সম্পাদকদের সঙ্গে প্রথম সাক্ষাতে বলেন, বাংলাদেশ-ভারত উভয় দেশের গণমাধ্যম যথেষ্ঠ শক্তিশালী।
[৩] বাংলাদের গণমাধ্যম অফিসগুলো পরিদর্শনের আগ্রহ প্রকাশ করে বলেন, আমি আপনাদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে চাই। উভয় দেশের সম্পর্ক উন্নয়ণে আপনারা পরামর্শ দিবেন।
[৪] তিনি বলেন, বাংলাদেশকে ভারত সর্বোচ্চ স্তরে গুরুত্ব দেয় এবং এটি কখনোই হ্রাস পাবে না। সীমান্ত ও অভিন্ন ইস্যুগুলো সমাধানে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।
[৫] বাংলাদেশ সবসময় ভারতের অত্যন্ত বিশেষ অংশীদার ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের বন্ধুত্ব কৌশলগত অংশীদারিত্বের অনেক ঊর্ধ্বে। সম্পাদনা : রায়হান রাজীব