কূটনৈতিক প্রতিবেদক: [২] দেশটিতে নতুন করে আবারো করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এসব ঝুঁকিপূর্ণ দেশের সাথে ফ্লাইট নিষেধাজ্ঞার সময়সীমা ১৪ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
[৩] দে ‘ইল মেসাজ্জেরো’র প্রতিবেদনে বলছে, নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলো হচ্ছে- আরমানিয়া, বাহরাইন, বাংলাদেশ, ব্রাজিল, বসনিয়া, চিলি, কলম্বিয়া, কুয়েত, উত্তর মাচেদোনিয়া, মলদোভা, ওমান, পানামা, পেরু, রিপাবলিক ডোমেনিকান, কসভো ও মন্তেনেগ্রো।
[৪] এ তালিকায় কিছুদিন সার্বিয়ার নাম থাকলেও বর্তমানে দেশটির করোনা পরিস্থিতি ও কূটনৈতিক সম্পর্কের জন্য সার্বিয়াকে নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দিয়েছে কন্তে প্রশাসন।
[৫] এভাবে বারবার ফ্লাইট নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ায় বিপাকে পড়েছেন বাংলাদেশে আটকে পড়া ইতালি প্রবাসীরা। এতে অনেকেই সময়মত কর্মস্থলে যোগ দিতে না পারায় চাকরি হারাচ্ছেন। এছাড়াও অনেক ব্যবসায়ী দেশে আটকে থাকায় তাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে হুমকির মুখে।
[৬] দেশে অবস্থানরত প্রবাসীরা বলছেন, যতদ্রুত সম্ভব ইতালির সরকারের সাথে কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিমান চলাচল শুরু করা। নয়ত, সেখানে তাদের চাকরি ও ব্যবসা হারাতে হবে। সম্পাদনা: বাশার নূরু