কুড়িগ্রাম প্রতিনিধি : [২] নিহত দুই শিশু মামাতো-ফুফাতো বোন।
[৩] স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে ছলিম উদ্দিনের মেয়ে আমেনা খাতুন (৮) ও হাফিজুর রহমানের মেয়ে জিনিয়া আক্তার (৭) বাড়ির পাশের বিলে শাপলা তুলতে যায়। শাপলা তোলার এক পর্যায়ে তারা গভীর পানিতে চলে যায়।
[৪] এসময় এক পথচারী ঐ ২ শিশুকে পানিতে তলিয়ে যেতে দেখে স্থানীয়রাসহ উদ্ধারের চেষ্টা চালায়। দীর্ঘ সময় পর তাদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
[৫] রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.নাজমুল ২ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ