সাতক্ষীরা প্রতিনিধি: [২] জেলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ঝিকরা গ্রামে ৯ বছরের শিশু হৃদয় মন্ডল নিখোঁজ হওয়ার ১২ ঘন্টা পর বাড়ির পাশের ধানক্ষেত থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
[৩] বৃহস্পতিবার (৯ই অক্টোবর) সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল। নিহত হৃদয় মন্ডল ওই গ্রামের ভ্যান চালক বিকাশ মন্ডলের ছেলে।
[৪] সাতক্ষীরা সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাহ উদ্দীন জানান, ঝিকরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র হৃদয় মন্ডল বৃহস্পতিবার বিকালে প্রাইভেট পড়ে এসে মাঠে খেলতে যায়।
[৫] এরপর রাতভর তার কোনো সন্ধান মেলেনি। আজ শুক্রবার সকালে পাশ্ববর্তী মাঠের ধান ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।
[৬] এ ঘটনায় প্রাথমিকভাবে জড়িত থাকার অভিযোগে প্রতিবেশি ইসমাইল হোসেন তার স্ত্রী মাফিয়া ও দুই ছেলেসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। দ্রুতই শিশু হৃদয় হত্যার রহস্য বেরিয়ে আসবে বলে আশার কথা জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ