শিরোনাম
◈ এমপিদের পেনশন, গাড়ি কেনা নিয়ে ক্ষেপল এশিয়ার আরেক দেশের জেন-জি ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ১১:১৮ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাচোলে ৪৮ ঘন্টার মধ্যে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার, আটক-৫

জোহরুল ইসলাম: [২] চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গত বুধবার রাত আনুমানিক ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের সাঈদ আলীর ছেলে ব্যবসায়ী মাসুদ (৪০) আঝইর বাজার থেকে কালইর বাজারের দিকে মোটর সাইকেল নিয়ে আসছিলেন এসময় কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে বেধড়ক পেটাতে থাকে।

[৩] এসময় তার পকেটে থাকা নগদ ১ লক্ষ টাকা, ৯৫ হাজার টাকা মুল্যের ২টি টার্চ মোবাইল ফোন, ১টি পালসার মোটর সাইকেল, ১০/১২টিএটিএম কার্ড ছিনিয়ে নিয়ে নেয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে নাচোল হাসপাতালে ভর্তি করেন।

[৪] এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার আব্দুর রকিব এর নির্দেশনায় ৪৮ ঘন্টার মধ্যে নাচোল থানা পুলিশ একটি শুটারগান সহ ৫ আসামি কে আটক করে।

[৫] আটককৃতরা হচ্ছে জেলার শিবগঞ্জজ থানার কানসাট বিয়ান বাজার এলাকার মো মোবি এর ছেলে মো. ইয়াদুল (২১),কানসাট বাগানবাড়ি এলাকার আব্দুস সালাম এর ছেলে মো. আব্দুল্লাহ (২০), আজমতপুর রিফোজীপাড়ার মনিরুল ইসলাম এর ছেলে মো. রুবেল হোসেন (২৩), একবরপুর এলাকার মজলুর ছেলে মো. জসিম (২০), একটি শুটারগানসহ আসামি শিবগঞ্জের বাররশিয়া বাধরোড এলাকার সাত্তার এর ছেলে মোঃ খায়রুল ইসলাম @ বাইরুল (৪৫)।

[৬] নাচোল থানার ওসি সেলিম রেজা জানান, মাত্র ৪৮ ঘন্টার মধ্যে বুধবার রাতে ছিনতাই হওয়া মোটার সাইকেল সহ ৫জন আসামি কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে থেকে নগদ ৭সাত হাজার টাকা ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়