শিরোনাম
◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের পথে বাংলাদেশ ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ১১:১৮ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাচোলে ৪৮ ঘন্টার মধ্যে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার, আটক-৫

জোহরুল ইসলাম: [২] চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গত বুধবার রাত আনুমানিক ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের সাঈদ আলীর ছেলে ব্যবসায়ী মাসুদ (৪০) আঝইর বাজার থেকে কালইর বাজারের দিকে মোটর সাইকেল নিয়ে আসছিলেন এসময় কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে বেধড়ক পেটাতে থাকে।

[৩] এসময় তার পকেটে থাকা নগদ ১ লক্ষ টাকা, ৯৫ হাজার টাকা মুল্যের ২টি টার্চ মোবাইল ফোন, ১টি পালসার মোটর সাইকেল, ১০/১২টিএটিএম কার্ড ছিনিয়ে নিয়ে নেয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে নাচোল হাসপাতালে ভর্তি করেন।

[৪] এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার আব্দুর রকিব এর নির্দেশনায় ৪৮ ঘন্টার মধ্যে নাচোল থানা পুলিশ একটি শুটারগান সহ ৫ আসামি কে আটক করে।

[৫] আটককৃতরা হচ্ছে জেলার শিবগঞ্জজ থানার কানসাট বিয়ান বাজার এলাকার মো মোবি এর ছেলে মো. ইয়াদুল (২১),কানসাট বাগানবাড়ি এলাকার আব্দুস সালাম এর ছেলে মো. আব্দুল্লাহ (২০), আজমতপুর রিফোজীপাড়ার মনিরুল ইসলাম এর ছেলে মো. রুবেল হোসেন (২৩), একবরপুর এলাকার মজলুর ছেলে মো. জসিম (২০), একটি শুটারগানসহ আসামি শিবগঞ্জের বাররশিয়া বাধরোড এলাকার সাত্তার এর ছেলে মোঃ খায়রুল ইসলাম @ বাইরুল (৪৫)।

[৬] নাচোল থানার ওসি সেলিম রেজা জানান, মাত্র ৪৮ ঘন্টার মধ্যে বুধবার রাতে ছিনতাই হওয়া মোটার সাইকেল সহ ৫জন আসামি কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে থেকে নগদ ৭সাত হাজার টাকা ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়