শিরোনাম
◈ আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি: সিইসি ◈ ইসি থেকে সুখবর পেলেন বিএনপির আবদুল আউয়াল মিন্টু ◈ দেশীয় স্পিনিং শিল্প রক্ষায় সুতা আমদানির শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহারের উদ্যোগ ◈ ইতালির টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট দল ঘোষণা, অধিনায়ক প্রাক্তন হকি খেলোয়াড় ◈ জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ-এনআইডি নম্বর সংগ্রহ করছেন: অভিযোগ ফখরুলের (ভিডিও) ◈ ২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কোন আসনে কে লড়বেন ◈ সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ◈ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত, অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের অপেক্ষায় ◈ মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৫ ◈ ইউএনওকে ‘শাসানোয়’ সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ১০:১৯ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শনিবার থেকে প্রকাশ্য অনুষ্ঠানে যোগ দিতে পারবেন প্রেসিডেন্ট ট্রাম্প, জানালেন হোয়াইট চিাকৎসক

লিহান লিমা: [২] হোয়াইট হাউসের ফিজিশিয়ান ডা. শন কনলি বৃহস্পতিবার রাতে আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোগ নিরাময়ের সব থেরাপি গ্রহণ করেছেন, সোমবার হাসপাতাল থেকে ফেরার পর থেকে তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে, কোনো উপসর্গ দেখা যায় নি। এপি।

[৩] ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাতকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি এখন ভালো বোধ করছি। আমার মনে হয় আমি শনিবার রাতে ফ্লোরিডার র‌্যালিতে যোগ দিতে পারি। বিবিসি।

[৪] যদিও সিডিসি’র নীতিমালা অনুযায়ী প্রথম লক্ষণ দেখা দেওয়ার পর রোগীকে কমপক্ষে ১৪দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এদিকে ট্রাম্প কিছু পরামর্শকের বাধা সত্ত্বেও বৃহস্পতিবার থেকেই ওভাল অফিসে কাজ করতে শুরু করে দিয়েছেন। [৫] মার্কিন মহামারী বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বলেছেন, যদি প্রথম লক্ষণ দেখা যাওয়ার পরবর্তী ১০ দিন প্রেসিডেন্টের কোনো উপসর্গ দেখা না যায় তখন ২৪ ঘণ্টার ব্যবধানে ২টি পিসিআর ল্যাব পরীক্ষায় নেগেটিভ আসলেই নিশ্চিত হওয়া যাবে যে প্রেসিডেন্ট সংক্রমিত নন। এটিই বিজ্ঞানসম্মত।

[৬] ডাক্তারের বিবৃতির পর ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের ম্যানেজার সরাসরি বিতর্ক অনুষ্ঠানের আহ্বান জানান। সেই সঙ্গে রিপাবলিকান শিবির বিতর্কের দিন ২২ অক্টোবর স্থানান্তর করারও প্রস্তাব দিয়েছে।

[৭] এর আগে মার্কিন প্রেসিডেন্ট বিতর্ক কমিটি জানায়, ট্রাম্পের করোনা শনাক্ত হওয়ায় আগামী ১৫ অক্টোবরের বিতর্ক ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন শিবির কমিটির সিদ্ধান্তকে স্বাগত জানালেও ট্রাম্প ভার্চুয়াল বিতর্ক করতে অস্বীকৃতি জানিয়েছেন। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়