শিরোনাম
◈ আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি: সিইসি ◈ ইসি থেকে সুখবর পেলেন বিএনপির আবদুল আউয়াল মিন্টু ◈ দেশীয় স্পিনিং শিল্প রক্ষায় সুতা আমদানির শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহারের উদ্যোগ ◈ ইতালির টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট দল ঘোষণা, অধিনায়ক প্রাক্তন হকি খেলোয়াড় ◈ জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ-এনআইডি নম্বর সংগ্রহ করছেন: অভিযোগ ফখরুলের (ভিডিও) ◈ ২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কোন আসনে কে লড়বেন ◈ সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ◈ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত, অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের অপেক্ষায় ◈ মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৫ ◈ ইউএনওকে ‘শাসানোয়’ সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০৫:৫১ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজেপির ‘নবান্ন’ কর্মসূচি ঘিরে কলকাতা রণক্ষেত্র

ডেস্ক রিপোর্ট: ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে ‘নবান্ন’ কর্মসূচিকে কেন্দ্র করে কোলকাতা ও হাওড়ায় ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয়েছে। বিজেপির দাবি, এ ঘটনায় তাদের এক হাজারের বেশি কর্মী-সমর্থক আহত ও পাঁচশোর বেশি সমর্থক গ্রেফতার হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে বিজেপি কর্মী-সমর্থকরা বিভিন্ন জায়গায় পুলিশি ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ সৃষ্টি হয়। রাজ্যে শিল্প, কর্মসংস্থান, আইনশৃঙ্খলাসহ একাধিক ইস্যুতে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে আজ ‘নবান্ন’ অভিযানের ডাক দেওয়া হয়।

বিজেপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করলে পরিস্থিতি সামাল দিতে পুলিশও লাঠিচার্জ করার পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপসহ পানিকামান ব্যবহার করে। পুলিশকে লক্ষ্য করা বোমা নিক্ষেপ করা হয় বলেও অভিযোগ উঠেছে।
বিক্ষোভে অংশগ্রহণ করা বলবিন্দর সিং নামে এক বিজেপি সমর্থকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এবং তিনি বিজেপি নেতা অর্জুন সিং শিবিরের লোক বলে পুলিশ জানিয়েছে।

ওই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের পুর ও নগোরন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘বিজেপি কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসবাদীদের দল। ওরা গুজরাটে, দিল্লিতে সন্ত্রাস করেছে। উত্তর প্রদেশে সন্ত্রাস চলছে। বাংলার শান্ত পরিবেশকেও ওরা নষ্ট করার চেষ্টা করছে। সেজন্য সন্ত্রাসবাদীদের ঠিক করতে যা যা ব্যবস্থা আমি পুলিশ প্রশাসনকে বলব সেইসব ব্যবস্থা নেওয়ার জন্য।

অন্যদিকে বিজেপি’র কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলেছেন, ‘পতন যখন অনিবার্য শাসকদল তখন এভাবেই দমিয়ে রাখতে চায়। পুলিশকে নির্লজ্জ দলদাসে পরিণত করে। জলকামান, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ, অকথ্য অত্যাচার কোনোকিছুই ‘গেরুয়া সৈনিক’দের দমিয়ে রাখতে পারবে না। আমরা এগোবই। আমরা জিতবোই। আপনি আটকাতে পারবেন না মাননীয়া।’

বিডি-প্রতিদিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়