শিরোনাম
◈ ‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি ◈ কী ঘটেছিল, কী দেখে প্রাণ নিয়ে পালিয়েছিল ডাকাতদল? যা জানাগেল (ভিডিও) ◈ স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যা: ১৫ লাখ টাকা চুক্তিতে খুন, জড়িত তিন সহোদর ◈ ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৯২, ‘ব্যাপক হত্যাকাণ্ডের’ শঙ্কা মানবাধিকার সংস্থার

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০৫:২৫ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার বাঁশ দিয়ে আবরারের স্মৃতিস্তম্ভ, ফের ভাঙল পুলিশ

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ আবারও ভেঙে ফেলেছে পুলিশ। গতকাল বুধবার ভেঙে ফেলা স্মৃতিস্তম্ভ আজ বাঁশ দিয়ে নির্মাণ করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। তবে নির্মাণের পর ফের সেটি ভেঙে ফেলা হয়।

শিক্ষার্থীরা জানান, গতকাল বুধবার আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী ছিল। সেজন্য তার স্মৃতি ও চেতনা সমুন্নত রাখতে আবরার স্মরণে প্রতীকী শহীদ মিনার নির্মাণ করেন। রাতে সেটি পুলিশ ভেঙে ফেলে। আজ আবার ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা বাঁশ দিয়ে সেটি পুনরায় নির্মাণ করে। বৃহস্পতিবার রাতে নির্মাণ করা সেই স্মৃতিস্তম্ভ আবারও ভেঙে ফেলেছে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ছাত্র অধিকার পরিষদের নেতা আখতার হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, যতবার আবারের স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলা হবে আমরা তত বাড়ই এটি নির্মাণ করবো। কারো আগ্রাসন ও শিক্ষাঙ্গনে সন্ত্রাস এদেশের ছাত্র-জনতা মেনে নেবে না। জেলায় জেলায় আবরারের স্মৃতিস্তম্ভ নির্মাণের কথাও জানান তিনি।

প্রসঙ্গত, ২০১৯ সালের বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে-বাংলা হলে হত্যার শিকার হন আবরার ফাহাদ।
সূত্র- ডেইলি ক্যাম্পাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়