শিরোনাম
◈ ‘মুজিব ভাই’ বিতর্ক: ৪২ কোটি যেভাবে ৪ হাজার কোটি টাকা হলো ◈ পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের বিশেষত্ব কী, কেন কিনতে আগ্রহী বাংলাদেশ? ◈ মোটরসাইকেল কিনলে দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে: বিআরটিএ চেয়ারম্যান ◈ চিনি দিয়ে নকল খেজুরের রস বানিয়ে বোকা বানানো হচ্ছে ক্রেতাদের!(ভিডিও) ◈ 'মা আমাকে ছেড়ে যেও না', ডিভোর্সের পর সন্তান নিতে চাইল না কেউ, বুক ফাটা দৃশ্য ভাইরাল! (ভিডিও) ◈ ভারতের অন্য ভেন্যুতে খেলার বিষয়ে যা জানাল বিসিবি সভাপতি (ভিডিও) ◈ তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদীর প্রত্যাশা ◈ পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাচ্ছে আমি ঝগড়া করবো না, উল্টোপাল্টা কথা বইলেন না : মির্জা আব্বাস ◈ আপিল শুনানির প্রথম দিনে যারা প্রার্থিতা ফিরে পেলেন ও হারালেন ◈ বাংলাদেশের অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর আভাস, প্রবৃদ্ধি বাড়বে বলে পূর্বাভাস আঙ্কটাডের

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০৫:২৫ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার বাঁশ দিয়ে আবরারের স্মৃতিস্তম্ভ, ফের ভাঙল পুলিশ

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ আবারও ভেঙে ফেলেছে পুলিশ। গতকাল বুধবার ভেঙে ফেলা স্মৃতিস্তম্ভ আজ বাঁশ দিয়ে নির্মাণ করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। তবে নির্মাণের পর ফের সেটি ভেঙে ফেলা হয়।

শিক্ষার্থীরা জানান, গতকাল বুধবার আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী ছিল। সেজন্য তার স্মৃতি ও চেতনা সমুন্নত রাখতে আবরার স্মরণে প্রতীকী শহীদ মিনার নির্মাণ করেন। রাতে সেটি পুলিশ ভেঙে ফেলে। আজ আবার ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা বাঁশ দিয়ে সেটি পুনরায় নির্মাণ করে। বৃহস্পতিবার রাতে নির্মাণ করা সেই স্মৃতিস্তম্ভ আবারও ভেঙে ফেলেছে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ছাত্র অধিকার পরিষদের নেতা আখতার হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, যতবার আবারের স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলা হবে আমরা তত বাড়ই এটি নির্মাণ করবো। কারো আগ্রাসন ও শিক্ষাঙ্গনে সন্ত্রাস এদেশের ছাত্র-জনতা মেনে নেবে না। জেলায় জেলায় আবরারের স্মৃতিস্তম্ভ নির্মাণের কথাও জানান তিনি।

প্রসঙ্গত, ২০১৯ সালের বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে-বাংলা হলে হত্যার শিকার হন আবরার ফাহাদ।
সূত্র- ডেইলি ক্যাম্পাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়