শিরোনাম
◈ লুৎফুজ্জামান বাবর দম্পতির স্বর্ণ ১৪০ ভরি, নগদ ও ব্যাংকে আছে ২০ কোটি টাকা ◈ আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ◈ টেকনাফে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব ◈ প্লট দুর্নীতি: হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব্রুয়ারি ◈ সমঝোতা জটিলতায় ১১ দলীয় জোটে উন্মুক্ত আসনের সম্ভাবনা ◈ পুরোনো রাজনীতি বনাম নতুন ব্যবস্থা: বাংলাদেশের সামনে কঠিন নির্বাচন ◈ মক্কার গ্র্যান্ড মসজিদে বাংলাদেশি কর্মীর নিঃস্বার্থ মানবিকতা ভাইরাল, সৌদি কর্তৃপক্ষের সম্মাননা ◈ শিক্ষার লক্ষ্য চাকরির প্রস্তুতি নয়, সৃজনশীল মানুষ গড়া: দক্ষিণ এশীয় সম্মেলনে ড. ইউনূস ◈ ৬৭ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু, করবেন যেভাবে ◈ বেনাপোল বন্দরে পাসপোর্টধারী যাতায়াত ১,৫২১ জন, আমদানি–রফতানি ৩০০ ট্রাক

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০২:১৪ রাত
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দে পৃথক সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কামাল হোসেন: [২] গোয়ালন্দে পৃথক সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো চারজন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টা ও বুধবার দিনগত রাত ৯টার দিকে এ দু’টি দূর্ঘটনা ঘটে।

[৩] নিহতরা হলো, গোয়ালন্দ উপজেলা উত্তর দৌলতদিয়া গ্রামের আ. খালেক মোল্লার ছেলে ইমন মোল্লা (১৬) ও উজানচর ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের জায়েদ আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৩৫)।

[৪] আহতরা হলো দৌলতদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আইয়ুব মেম্বারের ছেলে মো. অনিক (১৫), গোয়ালন্দ কলেজ পাড়া এলাকার শামছুজ্জামানের ছেলে মো. দিদার (১৬), উজানচর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মোহন মৃধার ছেলে ফিরোজ মৃধা (৪০), জিতু মাতুব্বার পাড়া গ্রামের বাহাদুর শেখের ছেলে আজাদ শেখ (৩৫)।

[৫] পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে একটি মোটরসাইকেলে নিহত ইমন, অনিক ও দিদার গোয়ালন্দ থেকে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিল।

[৬] তারা গোয়ালন্দ ফিডমিল এলাকায় একটি বাসকে অতিক্রম করার সময় বিপরীত দিকে থেকে আসা দ্রুত গতির একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়। আহত অনিক ও দিদারকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

[৭] অপরদিকে বুধবার দিনগত রাত ৯টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে একটি মোটর সাইকেলে আ. কুদ্দুস, ফিরোজ ও আজাদ মহাসড়ক দিয়ে গোয়ালন্দ শহরে আসছিল। বাংলাদেশ হ্যাচারী এলাকায় তাদের দ্রুতগতির একটি বাস চাপাদিলে ঘটনাস্থলেই আ. কুদ্দুসের মৃত্যু হয়। আহত অবস্থায় ফিরোজ ও আজাদকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

[৮] গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বিষয়টি নিশ্চিত করে জানান, একটি ঘটনার জন্য দায়ী যানবাহনকে এখনো চি‎িহ্নত করা যায়নি। তবে অপর ঘটনায় দায়ী বাসটিকে মানিকগঞ্জের শিবালয় থানা আটক করেছে বলে আমরা জানতে পেরেছি। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়