শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০২:১৪ রাত
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দে পৃথক সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কামাল হোসেন: [২] গোয়ালন্দে পৃথক সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো চারজন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টা ও বুধবার দিনগত রাত ৯টার দিকে এ দু’টি দূর্ঘটনা ঘটে।

[৩] নিহতরা হলো, গোয়ালন্দ উপজেলা উত্তর দৌলতদিয়া গ্রামের আ. খালেক মোল্লার ছেলে ইমন মোল্লা (১৬) ও উজানচর ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের জায়েদ আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৩৫)।

[৪] আহতরা হলো দৌলতদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আইয়ুব মেম্বারের ছেলে মো. অনিক (১৫), গোয়ালন্দ কলেজ পাড়া এলাকার শামছুজ্জামানের ছেলে মো. দিদার (১৬), উজানচর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মোহন মৃধার ছেলে ফিরোজ মৃধা (৪০), জিতু মাতুব্বার পাড়া গ্রামের বাহাদুর শেখের ছেলে আজাদ শেখ (৩৫)।

[৫] পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে একটি মোটরসাইকেলে নিহত ইমন, অনিক ও দিদার গোয়ালন্দ থেকে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিল।

[৬] তারা গোয়ালন্দ ফিডমিল এলাকায় একটি বাসকে অতিক্রম করার সময় বিপরীত দিকে থেকে আসা দ্রুত গতির একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়। আহত অনিক ও দিদারকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

[৭] অপরদিকে বুধবার দিনগত রাত ৯টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে একটি মোটর সাইকেলে আ. কুদ্দুস, ফিরোজ ও আজাদ মহাসড়ক দিয়ে গোয়ালন্দ শহরে আসছিল। বাংলাদেশ হ্যাচারী এলাকায় তাদের দ্রুতগতির একটি বাস চাপাদিলে ঘটনাস্থলেই আ. কুদ্দুসের মৃত্যু হয়। আহত অবস্থায় ফিরোজ ও আজাদকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

[৮] গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বিষয়টি নিশ্চিত করে জানান, একটি ঘটনার জন্য দায়ী যানবাহনকে এখনো চি‎িহ্নত করা যায়নি। তবে অপর ঘটনায় দায়ী বাসটিকে মানিকগঞ্জের শিবালয় থানা আটক করেছে বলে আমরা জানতে পেরেছি। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়