শিরোনাম
◈ লটারিতে নির্ধারিত ৬৪ জেলার এসপি: সুষ্ঠু নির্বাচনে সরকারের নতুন উদ্যোগ ◈ মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত ◈ জাতীয় অর্থনীতি ও কৌশলগত সম্পদে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু জনগণের নির্বাচিত সরকারের: তারেক রহমান ◈ হাসিনার সঙ্গে যোগাযোগ সম্পর্কে যা বললেন আইনজীবী পান্না ◈ দক্ষিণ এশিয়ায় জলবায়ু বিপর্যয়ের সতর্কবার্তা: ৯০% বাংলাদেশি উচ্চ ঝুঁকিতে ◈ নতুন আইনে বাতিল হচ্ছে অসংখ্য দলিল, রয়েছে জেল ও অর্থদণ্ড ◈ পুলিশ ভেরিফিকেশন বাতিল: পাসপোর্টের নতুন নিয়মে চমক ◈ আনন্দ বেদনার নারী কাবাডি বিশ্বকাপের পর্দা নাম‌লো ◈ মব ভাইরাসের তাণ্ডবে অতিষ্ট দেশ: ইসলামী বক্তা তাহেরী (ভিডিও) ◈ অনলাইন মার্কেটপ্লেসে নতুন দিগন্ত: অ্যামাজন-ইবে হয়ে রপ্তানির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ১০:৪৯ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্ষণের সংখ্যার সঙ্গে বেড়েছে বিভৎসতা, কঠোর শাস্তির মাধ্যমে দৃষ্টান্ত গড়ে তুলতে মানবাধিকার কর্মীদের আহ্বান

শরীফ শাওন: [২] আইন ও শালিস কেন্দ্রের সিনিয়র ডিপুটি ডিরেক্টর মীনা গোষ্যামী বলেন, ২০১৯ সাল থেকে ধর্ষণের ঘটনা বিপুল হারে বেড়েছে। গত বছর ১ হাজার ৪০০টির বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে। চলতি বছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৯৭৫টি ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণ ও ভয়ংকরতার মহোৎসব চলছে।

[৩] মীনা গোষ্যামী বলেন, বিচারহীনতা, দীর্ঘসূত্রা, নিন্ম আদালতের রায় উচ্চ আদালতে পেন্ডিং অবস্থায় থাকা ও রায় হলেও বাস্তবায়নে ধীরগতি, ধর্ষণ বাড়ার অন্যতম কারণ।

[৪] তিনি বলেন, অপরাধীদের ডাটা বিশ্লেষণে দেখা যায়, তারা কোনো না কোনো ভাবে ক্ষমতায়িত হয়। অর্থ, রাজনৈতিকভাবে পুষ্ট বা প্রভাবশালী আত্মীয় থাকার কারণে পার পেয়ে যায়।

[৫] আইন সহায়তা কেন্দ্রের চীফ কো অর্ডিনেটর ফিরোজা নাজনীন বলেন, আমার কর্মময় জীবনে এমন ভয়াবহ ও বিভৎস ধর্ষণের ঘটনা আগে দেখিনি। পুরুষ শাষিত সমাজ, মেয়েদের সাবধানতা অবলম্বন থেকে পিছিয়ে থাকা ও অসচেতনতার কারণেও ধর্ষণের ঘটনা ঘটে থাকে।

[৬] ফিরোজা বলেন, ধর্ষকদের জামিন না দিয়ে জেলে রেখে শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। ক্ষমতার হস্তক্ষেপে তারা জামিনে আসে এবং পরবর্তীতে অনেক মামলা খারিজ হয়ে যায়।

[৭] আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন নির্বাহী পরিচালক উজ্জল হোসেন মুরাদ বলেন, ইউটিউব, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমের সুফলে জোরালো প্রতিবাদগ গড়ে উঠছে। ধর্ষণ প্রতিরোধে স্থানীয় জনসাধারণ ও প্রশাসনের মাধ্যমে ঐক্যবদ্ধ প্রশিক্ষণ, সাধারণ সভা ও গণশুনানির আয়োজন করতে হবে, প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়