শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ১০:২৭ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিএমপি ডবলমুরিং থানার এসআই হেলাল চাকরিচ্যুত

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদে এলাকায় মারুফ নামে এক যুবক আত্মহত্যার ঘটনায় এসআই হেলাল খানকে চাকরিচ্যুত করা হয়েছে।

[৩] এর আগে তিনি বরখাস্ত হয়েছিলেন। তার বিরুদ্ধে করা বিভাগীয় মামলায় দোষী প্রমাণিত হওযায় তাকে ৬ অক্টোবর মঙ্গলবার এ চাকরিচ্যুত করা হয়।

[৪] এর আগে এসআই হেলালকে সাময়িক বরখাস্ত করা হয় ঘটনার পর।

[৫] তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। সেখানে অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে।

[৬] তদন্ত কমিটির প্রধান নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পশ্চিম-দক্ষিণ) মোহাম্মদ মনজুর মোর্শেদের তদন্ত প্রতিবেদনে অভিযুক্তসহ মোট ৩২ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

[৭] এতে ঘটনার দিন এসআই হেলাল খান থানার ওসিকে অবগত না করে সেখানে বেআইনিভাবে অভিযানে যাওয়ার সত্যতা পাওয়া যায়।

[৮] এ সময় তিনি পুলিশি পোশাকেও ছিলেন না। সেকারণে সাময়িক বরখাস্তের পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করাার সুপারিশ করা হয়েছিল প্রতিবেদনে। অভিযানের সময় অন্য দুইজন রাজীব ও সবুজের নাম শুনা গেলেও তদন্ত কমিটি তাদের বিরুদ্ধে কোনও সাক্ষ্য প্রমাণ পায়নি।

[৯] এছাড়াও ভবিষ্যতে এধরণের ঘটনা যাতে না ঘটে পুলিশের যত আইন কানুন মেনে দায়িত্ব পালন করার কথা তা পুনরায় স্মরণ করিয়ে দেওয়া হয়েছে তদন্ত প্রতিবেদনে।

[১০] প্রসঙ্গত, গত ১৬ জুলাই সন্ধা ৭টায় নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদের বাদামতলি মসজিদ এলাকায় ডবলমুরিং থানার এসআই হেলাল খানের হাতে নিজ মা বোনের লাঞ্চিত হওয়ার ঘটনায় অপমানিতবোধ করে রাগে ক্ষোভে আত্মহত্যা করেছেন দশম শ্রেণির শিক্ষার্থী ১৬ বছরের তরুণ সাদমান ইসলাম মারুফ। এ ঘটনায় ১৬ জুলাই ও পরদিন ১৭ জুলাই বাদামতলি মসজিদ এলাকায় ক্ষোভে প্রতিবাদ জানায় এলাকাবাসী। এলাকাবাসীর ভাষ্যমতে, প্রথমে দুজন সোর্সের হাতে কোনোরকম কারণ ছাড়াই মারধরের শিকার হয় তরুণ মারুফ। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসেন হেলাল খান। সোর্সদের সাথে হেলাল খানও মারুফসহ তার মা বোনকে বেদমভাাবে পিটিয়ে আহত ও লাঞ্ছিত করেন করেন। একপর্যায়ে মারুফ সরেে পড়লে তার মা বোনকে গাড়িতে তুলে নিয়ে যায় এসআই হেলাল খান। বিষয়টি মানসিকভাবে সহ্য করতে পারেননি মারুফ। তাই রাগে, ক্ষোভে, অপমানে পার্শ্ববর্তী করিম চাচার ঘরে গিয়ে আত্মহত্যা করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়