শিরোনাম
◈ ডিবি হারুন-অর-রশিদের ‘মুখোমুখি ইউনূস’ ভিডিও ভুয়া: যুক্তরাষ্ট্রে তিনি প্রকাশ্যে আসেননি ◈ জুলাই সনদে সই করেছেন যেসব দলের নেতারা ◈ ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল ◈ আমেরিকায় গ্রিন কার্ড লটারি থেকে ৩ বছরের জন্য বাদ ভারত ◈ অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায় ◈ আবারও জেন জি’দের বিক্ষোভ, এবার উত্তাল পেরু, পদত্যাগে অস্বীকৃতি প্রেসিডেন্ট হোসে জেরির, জরুরি অবস্থা জারি (ভিডিও) ◈ আসামে সেনা ক্যাম্পে উলফা জঙ্গিদের গুলিবর্ষণ, তিন সেনা সদস্য আহত ◈ জুলাই সনদ স্বাক্ষরের দিনে ‘জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা লজ্জাজনক’, মন্তব্য জামায়াত আমির শফিকুর রহমানের ◈ আসলে জুলাই যোদ্ধা কারা, গণঅভ্যুত্থানে হতাহতদের নিয়ে কেন বিতর্ক? ◈ ফুটবল নি‌য়ে তৃণমূ‌লে অসাধারণ কা‌জের জন‌্য এএফসির পুরস্কার পেলো বাফুফে

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০৮:৩৩ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ সিএনজি জব্দ

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি কাপের তৈরি স্টুডেন্ট ব্যাগ থেকে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সিএনজি জব্দ করেছে র‌্যাব-১৫।

[৩] ওই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার রাতে হ্নীলা ইউপি চৌধুরী পাড়া ছোট কালভাট সংলগ্ন এলাকা থেকে ইয়াবাসহ সিএনজিটি জব্দ করা হয়।

[৪] বুধবার দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেছেন ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া)এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।তিনি বলেন,হ্নীলা ইউপি চৌধুরী পাড়া ছোট কালভাট সংলগ্ন এলাকায় সড়কের পশ্চিম পাশে ফাঁকা জায়গায় কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।

[৫] এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে যায়।র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ২-৩জন অজ্ঞাতনামা ইয়াবা ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে অজ্ঞাতনামা ধৃতদের ব্যবহৃত সিএনজি রেজিষ্ট্রেশন কক্সবাজার থ-১১-৫৫-৪১ তল্লাশি করে একটি স্টুডেন্ট ব্যাগ পাওয়া যায়। ব্যাগের ভিতর থেকে পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ৭০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

[৫] তিনি আরো বলেন, ইয়াবার আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। উদ্ধারকৃত ইয়াবা ও সিএনজিসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়