শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০৮:৩৩ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ সিএনজি জব্দ

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি কাপের তৈরি স্টুডেন্ট ব্যাগ থেকে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সিএনজি জব্দ করেছে র‌্যাব-১৫।

[৩] ওই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার রাতে হ্নীলা ইউপি চৌধুরী পাড়া ছোট কালভাট সংলগ্ন এলাকা থেকে ইয়াবাসহ সিএনজিটি জব্দ করা হয়।

[৪] বুধবার দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেছেন ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া)এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।তিনি বলেন,হ্নীলা ইউপি চৌধুরী পাড়া ছোট কালভাট সংলগ্ন এলাকায় সড়কের পশ্চিম পাশে ফাঁকা জায়গায় কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।

[৫] এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে যায়।র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ২-৩জন অজ্ঞাতনামা ইয়াবা ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে অজ্ঞাতনামা ধৃতদের ব্যবহৃত সিএনজি রেজিষ্ট্রেশন কক্সবাজার থ-১১-৫৫-৪১ তল্লাশি করে একটি স্টুডেন্ট ব্যাগ পাওয়া যায়। ব্যাগের ভিতর থেকে পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ৭০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

[৫] তিনি আরো বলেন, ইয়াবার আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। উদ্ধারকৃত ইয়াবা ও সিএনজিসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়