শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০৫:৫৫ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনৈতিক চাপের কাছে মামলার তদন্ত ব্যাহত হবে না: চট্টগ্রাম ডিআইজি

ডেস্ক রিপোর্ট: কোনো রাজনৈতিক চাপের কাছে নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নারী নির্যাতনের মামলার তদন্ত ব্যাহত হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন।

তিনি বলেছেন, এ জঘন্য ঘটনায় আমরা লজ্জিত ও বিব্রত। এ কোনো রাজনৈতিক চাপের কাছে এ মামলার তদন্ত ব্যাহত হবে না, তদন্তে কোনো রাজনৈতিক বিবেচনা করা হবে না। আইনের গতিতেই তদন্ত চলবে। এফআইআরে নাম না থাকলেও তদন্তে এলে কাউকে ছাড় দেয়া হবে না।

মঙ্গলবার দুপুর ১টায় তিনি জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন নোয়াখালী এসে ঘটনাস্থল পরিদর্শন করে ভিকটিম, তার স্বামী ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন। তিনি বেগমগঞ্জ থানায় গিয়ে পুলিশ সুপার আলমগীর হোসেন, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাজাহান শেখ, ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন রশীদ চৌধুরী ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-জোন মোস্তাক আহমেদের সঙ্গে মামলার তদন্ত ও তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা করে তাদেরকে দিকনির্দেশনা দেন।

ডিআইজি বলেন, ঘটনার এক মাস পর হলেও পুলিশের নজরে আসার সঙ্গে সঙ্গেই পুলিশ কার্যকর ভূমিকা পালন করছে। ৯ আসামির মধ্যে ৬ জনকেই ইতোমধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। বাকিরাও অল্প সময়ে আইনের আওতায় চলে আসবে। তিনি সংবাদপত্র ও মিডিয়ার সহযোগিতা কামনা করেন।
পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, হাইকোর্টের কোনো নির্দেশনা পাওয়ার আগেই জেলা পুলিশ ভিকটিম ও তার পরিবারের এবং সাক্ষীদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন।

এদিকে মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল বেগমগঞ্জের একলাসপুরে ওই নারীর বাড়িতে যায়। প্রতিনিধি দল ভিকটিম, তার স্বামী ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে। দুপুরে জেলা সদরে এসে প্রতিনিধি দলের নেতা আল-মাহমুদ ফজলুল কবির প্রেস ব্রিফিংয়ে জানান, নির্যাতিত মহিলা আতঙ্ক, নিরাপত্তাহীনতা, সন্ত্রাসী ও তাদের গডফাদারদের ভয়ে মুখ খুলতে সাহস পাননি। নির্যাতিত হয়ে ভয়ে তিনি পরিবার নিয়ে রাতের আঁধারে অন্য উপজেলায় গিয়ে বোনের বাড়িতে আশ্রয় নেন। সন্ত্রাসীরা সেখানে গিয়েও তাকে কুপ্রস্তাব দেয় ও টাকা দাবি করে। রাজি না হওয়ায় তাকে বিবস্ত্র করে তোলা ছবি ভাইরাল করে। তিনি আরও জানান, সন্ত্রাসীদের নেতা দেলোয়ার কিছুদিন আগে হুমকির মুখে ভিকটিমকে দু’বার ধর্ষণ করেছিল; কিন্তু প্রাণভয়ে তিনি মুখ খোলেননি। মানবাধিকার কমিশন দেলোয়ারের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করবে বলে তিনি জানান।যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়