শিরোনাম
◈ ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ: ৪৭% মানুষের মতে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ◈ জাতিসংঘ শান্তি কমিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত বাংলাদেশ ◈ সংবিধান সংস্কার পরিষদ কী, সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে বিতর্ক কেন? ◈ হুমকি, হয়রানি ও নিরাপত্তাহীনতায় নির্বাচনী প্রচারণা থেকে বিরতি নিচ্ছেন মেঘনা আলম ◈ রাজধানী থেকে অপহৃত ৩ বছরের শিশুকে ২৪ ঘণ্টায় উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার ◈ ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনে নিষিদ্ধ, হাসিনা পলাতক, আওয়ামী লীগ কি টিকবে?: আল জাজিরার বিশ্লেষণ ◈ আল্লাহ সুযোগ দিলে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে চাই—তারেক রহমান ◈ ম‌্যান‌চেস্টার সি‌টির কোচ পেপ গা‌র্দিওলা ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব নেতাদের ‘কাপুরুষ’ বললেন  ◈ আদানির সঙ্গে বিদ্যুৎ–কয়লার দাম নিয়ে বিরোধ: ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান নিয়োগ বাংলাদেশের

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০১:১০ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফ্রান্সে নারী-পুরুষের বেতন বৈষম্য আরো এক হাজার বছরেও শেষ হবে না

রাশিদুল ইসলাম : [২] সমীক্ষা বলছে ইউরোপের দেশগুলোর মধ্যে রোমানিয়ায় নারী-পুরুষের বেতন বৈষম্য সবচেয়ে কম এবং তা হচ্ছে ৩ শতাংশ। এই পার্থক্য পূরণ করতে ফ্রান্সের সহ্রস্রাধিক বছর লেগে যাবে। গবেষকরা বলছেন ২০১৮ সালে ফ্রান্সে এই পার্থক্য ১৫.৬ থেকে হ্রাস পেয়ে ১৫.৫ শতাংশে দাঁড়ায়। ডেইলি মেইল

[৩] জার্মানিতে নারী-পুরুষের এ বেতন বৈষম্য কমতে লাগবে শত বছর। ২০২১ সাল পর্যন্ত জার্মানিতে এ পার্থক্য থাকবে ২০.৯ শতাংশ। তবে আয়ারল্যান্ডে এ পার্থক্য এখনো বাড়ছে এবং আশঙ্কা করা হচ্ছে তা কখনো হ্রাস পাবে না।

[৪] সমীক্ষায় খণ্ডকালীন কাজের বেতনও অন্তর্ভুক্ত করা হয়। ব্রিটেনে গত বছর এ পার্থক্য ছিল ১৭.৩ শতাংশ। পূর্ণমাত্রার কাজে এ পার্থক্য অবশ্য আরো কম। আবার ৪০ বছরের নীচে নারী-পুরুষের মধ্যে বেতন বৈষম্য ব্রিটেনে ৯.৬ শতাংশ।

[৫] ইউরোপের স্বল্পোন্নত দেশে নারীরা নারীরা কম সংখ্যায় কাজ করেন। এবং উচ্চ মর্যাদার কাজের দিকে নারীদের ঝোঁক বেশি থাকে। লুক্সেমবার্গে নারী-পুরুষের বেতন বৈষম্য ৪.৬ ও বেলজিয়ামে এ হার ৬ শতাংশ। এ দুটি দেশে প্রশাসন ও ব্যাংকে নারীদের কাজ মর্যাদার চোখে দেখা হয়। জার্মানি ও ফ্রান্সে উৎপাদনশীল খাত ও বেশি বেতনের চাকরিতে পুরুষরা প্রাধান্য বিস্তার করছেন।

[৬] বেতন বৈষম্য নিয়ে কাজ করছে এমন একটি সংস্থা ফচেট সোসাইটির ধারণা ব্রিটেনে এক্ষেত্রে সার্বিক বৈষম্য দূর হতে আরো ৬০ বছর লাগবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়