শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০৫:৪৪ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামীর ৬ দিনের রিমান্ড

ডেস্ক রিপোর্ট: জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে এক নারীকে (৩৫) বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামীকে দুই মামলায় তিন করে ছয় দিন রিমান্ড প্রদান করেছেন আদালত।

সোমবার বিকালে পুলিশ গ্রেফতারকৃত ওই এলাকার শেখ আহমদ দুলালের ছেলে আবদুর রহিম (২২) ও মৃত আবদুর রহিমের ছেলে মো. রহমত উল্যাহকে (৪১) জেলার ৩নং আমলী আদালতে হাজির করে দুই মামলায় প্রত্যেকে ৭ দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করে। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল মো.মাশফিকুল হক শুনানি শেষে প্রত্যেকে ৩ দিন করে ৬ দিন রিমান্ড আদেশ প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার মো. আলমগীর হোসেন। জানা যায়, ঘটনার সঙ্গে জড়িত আবদুর রহিমকে রবিবার সন্ধ্যার কিছুক্ষণ পূর্বে এবং রহমত উল্যাহকে রাত সাড়ে ১০টার দিকে আটক করে পুলিশ। ওইদিন দিবাগত রাত ১২টার দিকে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আটককৃত এই দুইজনসহ ৯ জনকে এজাহারভুক্ত ও আরো ৭/৮কে অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা দায়ের করেন। পরে এ দুই জনকে পুলিশ আসামী দেখিয়ে আদালতে হাজির করে রিমান্ডে নেয় ।

ইত্তেফাক

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়