শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০৫:৪৪ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামীর ৬ দিনের রিমান্ড

ডেস্ক রিপোর্ট: জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে এক নারীকে (৩৫) বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামীকে দুই মামলায় তিন করে ছয় দিন রিমান্ড প্রদান করেছেন আদালত।

সোমবার বিকালে পুলিশ গ্রেফতারকৃত ওই এলাকার শেখ আহমদ দুলালের ছেলে আবদুর রহিম (২২) ও মৃত আবদুর রহিমের ছেলে মো. রহমত উল্যাহকে (৪১) জেলার ৩নং আমলী আদালতে হাজির করে দুই মামলায় প্রত্যেকে ৭ দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করে। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল মো.মাশফিকুল হক শুনানি শেষে প্রত্যেকে ৩ দিন করে ৬ দিন রিমান্ড আদেশ প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার মো. আলমগীর হোসেন। জানা যায়, ঘটনার সঙ্গে জড়িত আবদুর রহিমকে রবিবার সন্ধ্যার কিছুক্ষণ পূর্বে এবং রহমত উল্যাহকে রাত সাড়ে ১০টার দিকে আটক করে পুলিশ। ওইদিন দিবাগত রাত ১২টার দিকে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আটককৃত এই দুইজনসহ ৯ জনকে এজাহারভুক্ত ও আরো ৭/৮কে অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা দায়ের করেন। পরে এ দুই জনকে পুলিশ আসামী দেখিয়ে আদালতে হাজির করে রিমান্ডে নেয় ।

ইত্তেফাক

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়