শিরোনাম
◈ স্বর্ণের দাম আবারও বাড়ল: দেশে ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৮ হাজার টাকার বেশি ◈ সীমান্ত পাড় হওয়ার চেষ্টা, পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা সেই দুই শুটার গ্রেপ্তার ◈ ২২ বিচারপতিকে স্থায়ী নিয়োগ ◈ বিএনসিসি মানে আত্মমর্যাদা ও শৃঙ্খলা: প্রধান উপদেষ্টা  ◈ ‘অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার’ করে হত্যার নির্দেশ দিলেন সিএমপি কমিশনার ◈ অতীতের জটিলতা ভুলে বাস্তবতার পথে বাংলাদেশ-পাকিস্তান, নতুন উদ্যোগে থাকছে যা যা ◈ বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া, প্রথম দিন শে‌ষে স্বস্তিতে আয়ারল্যান্ড ◈ দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি ◈ রাজধানীতে আবারও বাসে আগুন  ◈ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রমজান আমদানিতে সহজ নীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০৫:৪৪ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামীর ৬ দিনের রিমান্ড

ডেস্ক রিপোর্ট: জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে এক নারীকে (৩৫) বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামীকে দুই মামলায় তিন করে ছয় দিন রিমান্ড প্রদান করেছেন আদালত।

সোমবার বিকালে পুলিশ গ্রেফতারকৃত ওই এলাকার শেখ আহমদ দুলালের ছেলে আবদুর রহিম (২২) ও মৃত আবদুর রহিমের ছেলে মো. রহমত উল্যাহকে (৪১) জেলার ৩নং আমলী আদালতে হাজির করে দুই মামলায় প্রত্যেকে ৭ দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করে। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল মো.মাশফিকুল হক শুনানি শেষে প্রত্যেকে ৩ দিন করে ৬ দিন রিমান্ড আদেশ প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার মো. আলমগীর হোসেন। জানা যায়, ঘটনার সঙ্গে জড়িত আবদুর রহিমকে রবিবার সন্ধ্যার কিছুক্ষণ পূর্বে এবং রহমত উল্যাহকে রাত সাড়ে ১০টার দিকে আটক করে পুলিশ। ওইদিন দিবাগত রাত ১২টার দিকে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আটককৃত এই দুইজনসহ ৯ জনকে এজাহারভুক্ত ও আরো ৭/৮কে অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা দায়ের করেন। পরে এ দুই জনকে পুলিশ আসামী দেখিয়ে আদালতে হাজির করে রিমান্ডে নেয় ।

ইত্তেফাক

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়