শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০৭:২৮ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড পজিটিভ ফলাফল গোপন করতে চেয়েছিলেন ট্রাম্প বলছে ওয়াল স্ট্রিট জার্নাল

রাশিদুল ইসলাম : [২] পত্রিকাটির প্রতিবেদনে বলা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প তার কোভিড পজিটিভ রিপোর্ট গত বৃহস্পতিবার হাতে পাওয়ার ওই দিন রাত একটায় ফক্স নিউজ টেলিভিশনের এক অনুষ্ঠানে জানান, আমি আজ রাতে অথবা আগামী কাল সকালে কোভিড পরীক্ষার ফলাফল হাতে পাব।

[৩] ট্রাম্প তার এক উপদেষ্টাকে বলেন, কাউকে বিষয়টি বলবেন না।

[৪] ওয়ালস্ট্রিট জার্নাল বলছে, ট্রাম্পের কোভিড রিপোর্ট গোপন করার চেষ্টা এবং তার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে হোয়াইট হাউজের কর্মকর্তাদের পরস্পর বিরোধী কথাবার্তা মার্কিন সরকারি কর্মকর্তাদের বিশ্বস্ততা মারাত্মকভাবে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

[৫] ট্রাম্পের ঘনিষ্টজনরা বলছেন প্রেসিডেন্ট তার কোভিড রিপোর্ট সম্পর্কে আরো বিস্তারিত ফলাফলের অপেক্ষা করছিলেন এবং এ কারণেই প্রাথমিক ফলাফল গোপন করতে চেয়েছিলেন। এরপর দ্বিতীয় টেস্টেও কোভিড পজিটিভ আসার পর ট্রাম্প হাসপাতালে যান। এবং ট্রাম্প টুইটে জানান তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন।

[৬] হোয়াইট হাউসের প্রোটকল অনুযায়ী নাসারন্ধ্রের গভীরে নমুনা পরীক্ষার পর কোভিড পজিটিভ পাওয়া গেলে নির্ভরযোগ্য আরো বিস্তারিত পরীক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প এ প্রোটকল অনুসরণ করেন। ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারাও মার্কিন প্রেসিডেন্টের প্রথম কোভিড ফলাফল গোপন রাখেন। এছাড়া প্রেসিডেন্টর ক্যাম্পেইন ম্যানেজার বিল স্টেপিয়েন জানতেন না ট্রাম্পের ঘনিষ্ট সহচর হোপ হিকসের কোভিড পজিটিভ। গত শুক্রবার বিকেলে স্টেপিয়েন কোভিডে আক্রান্ত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়