ডেস্ক রিপোর্ট : পরপর দু'বার লিগ করতে ব্যর্থ হলে, কাউন্সিলরশিপ বাতিল হয়ে যাবে। ফুটবল ফেডারেশনের নতুন মেয়াদে দায়িত্ব নিয়ে জেলা ও বিভাগীয় কর্তাদের প্রতি হুঁশিয়ারি দিলেন সভাপতি কাজী সালাউদ্দিন। এছাড়া, যুব কার্যক্রমের অংশ হিসেবে বাফুফের তত্বাবধানে দেশব্যাপী তিনটি বয়সভিত্তিক টুর্নামেন্ট করার আশ্বাস দিলেন তিনি। গত ১২ বছরে কি হয়েছে তা নিয়ে না ভেবে, নতুন উদ্যোমে এগিয়ে চলার পরিকল্পনা সালাউদ্দিনের।
শনিবার (৪ অক্টোবর) পুরো দিন গেছে চরম উত্তাপে। নির্বাচনী গরমে উত্তপ্ত ছিলো ফুটবল পাড়ায়। একদিন যেতে না যেতেই, সব ঠান্ডা। একেবারে নিশ্চুপ, নিষ্প্রাণ বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন। ক্লান্ত পরিশ্রান্ত প্রার্থী থেকে ভোটার সবাই।
সময় কাটতেই অবশ্য সরগরম হয়ে উঠে সবকিছু। ফেডারেশন ভবনে আসেন চতুর্থ মেয়াদে সভাপতি পদে বিজয়ী কাজী মোহাম্মদ সালাউদ্দিন। এরপরই আসেন, সম্মিলিত পরিষদ থেকে প্রথমবারের মতো নির্বাচিত সহ-সভাপতি আতাউর রহমান চৌধুরী মানিক। এসময় ফুল দিয়ে তাদের বরণ করে নেন বিভিন্ন ক্লাব এবং জেলা থেকে আসা শুভাকাঙ্ক্ষীরা।
পরে সংবাদ মাধ্যমেই মুখোমুখি হয়ে কিছুটা কঠোর ভাষায় জেলা ও বিভাগীয় কর্তাদের সমালোচনা করেন সালাউদ্দিন। বলেন, এ টার্মে নিয়মিত লিগ করতে ব্যর্থ হলে ব্যবস্থা নেয়া হবে সবার বিরুদ্ধে।
চতুর্থ মেয়াদে নির্বাচিত বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, 'আমরা এবার একটা ফর্মুলা ফেলবো যেটা ফিফা এফসি করেছে আপনার ওখানে পরপর দু'বার লীগ না হলে আপনি কাউন্সিলর মেম্বার হতে পারবেন না। যেটা ফিফাতে একেকটা দেশকে ব্যান করে দেয়। এখন একটা ফরম্যাট এ আসছে, এখন থেকে আমারও কিছু কথা শুনতে হবে।'
বাফুফের প্রতি তীব্র ক্ষোভ সাধারণ মানুষের, গত ১২ বছরে ফেডারেশন না কি তৈরি করতে পারে নি কোন খেলোয়াড়। কিন্তু, যুব কার্যক্রমকে নিজের আওতাভুক্ত কাজ বলে মানতে নারাজ বাফুফে সভাপতি। তবে, নিজ দায়িত্ব থেকেই তিনটি বয়সভিত্তিক টুর্নামেন্ট করার আশ্বাস দিলেন তিনি।
কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, 'বিশেষ করে এই বছরে জেলায় যে টুর্নামেন্ট এর কথা বলেছি, বঙ্গবন্ধু সিনিয়র কাপ, অনূর্ধ্ব-১৮ শেখ কামাল ন্যাশনাল চ্যাম্পয়নশীপ, আর তৃতীয়টা হলো অনূর্ধ্ব-১২ শেখ রাসেল ন্যাশনাল চ্যাম্পয়নশীপ'
সমালোচনার জবাব কথায় দিতে চান না কাজী সালাউদ্দিন। নতুন মেয়াদে দৌঁড়াতে চান দ্বিগুণ গতিতে।
সূত্র- সময়.টিভি