শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০৬:৩৪ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]রায়ে আদালত বলেছেন, সুকৌশলে হত্যাকাণ্ডে সহায়তা করেছিলো মিন্নি

সালেহ্ বিপ্লব: [২] ২০০ পৃষ্ঠার রায়ে বলা হয়, রিফাত হত্যার মূল ছক আঁকেন তারই স্ত্রী মিন্নি। এ পরিকল্পনাতে সাড়া দেয় নয়ন বন্ড। নয়ন বন্ড ও রিফাত ফরাজীর সঙ্গে পরামর্শ করে চূড়ান্ত করে পরিকল্পনাটি। সেই অনুযায়ী ঘটনার দিন নয়ন বন্ড, রিফাত ফরাজী, রাব্বী আকন, টিকটক হৃদয়, সিফাত, মো. হাসান ও মিন্নি পরিকল্পনা অনুযায়ী রিফাত শরীফ হত্যার প্রমাণিত ভূমিকা পালন করে। রিফাত শরীফকে নয়ন বন্ড ও রিফাত ফরাজী কোপানের সময় অভিনয় করছিল মিন্নি।

[৩] ভিডিওতে রিফাত ফারাজী, রাব্বী আকন, টিকটক হৃদয়, সিফাত, মো. হাসান ও মিন্নির ভূমিকা বিশ্লেষণ করে রায়ে বলা হয়, ঘটনার সময় তাদের ভাবভঙ্গি-হাবভাব গতিবিধি থেকে দেখা যায় তাদের ভূমিকা বিচ্ছিন্ন ছিলো না। সবারই সক্রিয় অংশগ্রহণ ছিলো। রিফাত শরীফকে হত্যা করাই ছিল হত্যাকারীদের অভিন্ন উদ্দ্যেশ্য। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা এসব তথ্য গোপন করে।

[৪] রায়ে বলা হয়, এ মামলার ভিডিও ফুটেজ দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন্ত সাক্ষ্য। এ সময় মিন্নির সাহায্য করার ঘটনা রক্ষা করার কৌশল মনে হলেও সে তার স্বামীকে রক্ষা করতে ঢাল না হয়ে অন্যদের নির্ভীকভাবে নিরস্ত্র করার চেষ্টা করেছিলো। এতে হত্যাকারীদের সঙ্গে তার সম্পর্কের গভীরতাই প্রকাশ পায়। সম্পাদনা: সিরাজুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়