শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০৬:৩৪ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]রায়ে আদালত বলেছেন, সুকৌশলে হত্যাকাণ্ডে সহায়তা করেছিলো মিন্নি

সালেহ্ বিপ্লব: [২] ২০০ পৃষ্ঠার রায়ে বলা হয়, রিফাত হত্যার মূল ছক আঁকেন তারই স্ত্রী মিন্নি। এ পরিকল্পনাতে সাড়া দেয় নয়ন বন্ড। নয়ন বন্ড ও রিফাত ফরাজীর সঙ্গে পরামর্শ করে চূড়ান্ত করে পরিকল্পনাটি। সেই অনুযায়ী ঘটনার দিন নয়ন বন্ড, রিফাত ফরাজী, রাব্বী আকন, টিকটক হৃদয়, সিফাত, মো. হাসান ও মিন্নি পরিকল্পনা অনুযায়ী রিফাত শরীফ হত্যার প্রমাণিত ভূমিকা পালন করে। রিফাত শরীফকে নয়ন বন্ড ও রিফাত ফরাজী কোপানের সময় অভিনয় করছিল মিন্নি।

[৩] ভিডিওতে রিফাত ফারাজী, রাব্বী আকন, টিকটক হৃদয়, সিফাত, মো. হাসান ও মিন্নির ভূমিকা বিশ্লেষণ করে রায়ে বলা হয়, ঘটনার সময় তাদের ভাবভঙ্গি-হাবভাব গতিবিধি থেকে দেখা যায় তাদের ভূমিকা বিচ্ছিন্ন ছিলো না। সবারই সক্রিয় অংশগ্রহণ ছিলো। রিফাত শরীফকে হত্যা করাই ছিল হত্যাকারীদের অভিন্ন উদ্দ্যেশ্য। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা এসব তথ্য গোপন করে।

[৪] রায়ে বলা হয়, এ মামলার ভিডিও ফুটেজ দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন্ত সাক্ষ্য। এ সময় মিন্নির সাহায্য করার ঘটনা রক্ষা করার কৌশল মনে হলেও সে তার স্বামীকে রক্ষা করতে ঢাল না হয়ে অন্যদের নির্ভীকভাবে নিরস্ত্র করার চেষ্টা করেছিলো। এতে হত্যাকারীদের সঙ্গে তার সম্পর্কের গভীরতাই প্রকাশ পায়। সম্পাদনা: সিরাজুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়