শিরোনাম
◈ আন্তর্জাতিক বাহিনী আসছে গাজায়, নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে হামাস ◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০৬:৩৪ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]রায়ে আদালত বলেছেন, সুকৌশলে হত্যাকাণ্ডে সহায়তা করেছিলো মিন্নি

সালেহ্ বিপ্লব: [২] ২০০ পৃষ্ঠার রায়ে বলা হয়, রিফাত হত্যার মূল ছক আঁকেন তারই স্ত্রী মিন্নি। এ পরিকল্পনাতে সাড়া দেয় নয়ন বন্ড। নয়ন বন্ড ও রিফাত ফরাজীর সঙ্গে পরামর্শ করে চূড়ান্ত করে পরিকল্পনাটি। সেই অনুযায়ী ঘটনার দিন নয়ন বন্ড, রিফাত ফরাজী, রাব্বী আকন, টিকটক হৃদয়, সিফাত, মো. হাসান ও মিন্নি পরিকল্পনা অনুযায়ী রিফাত শরীফ হত্যার প্রমাণিত ভূমিকা পালন করে। রিফাত শরীফকে নয়ন বন্ড ও রিফাত ফরাজী কোপানের সময় অভিনয় করছিল মিন্নি।

[৩] ভিডিওতে রিফাত ফারাজী, রাব্বী আকন, টিকটক হৃদয়, সিফাত, মো. হাসান ও মিন্নির ভূমিকা বিশ্লেষণ করে রায়ে বলা হয়, ঘটনার সময় তাদের ভাবভঙ্গি-হাবভাব গতিবিধি থেকে দেখা যায় তাদের ভূমিকা বিচ্ছিন্ন ছিলো না। সবারই সক্রিয় অংশগ্রহণ ছিলো। রিফাত শরীফকে হত্যা করাই ছিল হত্যাকারীদের অভিন্ন উদ্দ্যেশ্য। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা এসব তথ্য গোপন করে।

[৪] রায়ে বলা হয়, এ মামলার ভিডিও ফুটেজ দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন্ত সাক্ষ্য। এ সময় মিন্নির সাহায্য করার ঘটনা রক্ষা করার কৌশল মনে হলেও সে তার স্বামীকে রক্ষা করতে ঢাল না হয়ে অন্যদের নির্ভীকভাবে নিরস্ত্র করার চেষ্টা করেছিলো। এতে হত্যাকারীদের সঙ্গে তার সম্পর্কের গভীরতাই প্রকাশ পায়। সম্পাদনা: সিরাজুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়