মুসফিরাহ হাবীব: [২] ব্রিটিশ পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন লন্ডনে শুটিং করতে যাওয়া ভারতীয় সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। ভারতীয় হাইকমিশনারের মাধ্যমে তার আবেদন ব্রিটিশ পুলিশের সদর দফতরে পৌঁছেছে।
[৩] ভারতীয় সংবাদমাধ্যম জানায়, নুসরাত জাহান আশঙ্কা করছেন, লন্ডনে তাকে যেকোনও মুহূর্তে খুন করা হতে পারে। তাই পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ পশ্চিমবঙ্গ সরকারকেও একথা জানানো হয়েছে।
[৪] কয়েক দিন আগে ইনস্টাগ্রামে এক পোস্টে নুসরাত মহালয়ার শুভেচ্ছা জানান। এর তিন দিন পরে ইনস্টাগ্রামে দূর্গা সেজে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। টকটকে লাল শাড়ি, খোলা চুলে, হাতে ত্রিশূল নিয়ে সাক্ষাৎ দূর্গা দেবীর মতোই লাগছিল নুসরত জাহানকে।
[৫] সাংসদ অভিনেত্রীর এমন রূপ প্রকাশ্যেই আসতেই নেটদুনিয়ায় আগুন জ্বলে ওঠে। একজন মুসলিম হয়ে কীভাবে হাতে উঠল ত্রিশূল, কীভাবেই বা দেবী দূর্গার রূপে নিজেকে সাজালেন নুসরাত, একাধিক অশ্লীল মন্তব্যে ভরে যায় সোশ্যাল মিডিয়ার পাতা। এরপরই হত্যার হুমকি পেতে থাকেন নুসরাত।
[৫] নুসরাত জানিয়েছেন, আগামী ১৬ অক্টোবর পর্যন্ত তিনি লন্ডনে থাকবেন। মৌলবাদীদের চোখরাঙানিকে আরও একবার বুড়ো আঙুল দেখিয়ে নুসরাত মহিষাসুরমর্দিনীর রূপে নিজেকে মেলে ধরার পর বলেছিলেন, মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম বলে নিজের মতোন কাজ করে গেছেন তিনি। তার কথায়, “আমি মানবতাবাদে বিশ্বাসী। মানবতাই আমার জীবনের আদৰ্শ।”