শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২০, ০৭:৪৬ সকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২০, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পূর্ব রামপুরায় ছাদ থেকে পড়ে পুলিশ কনস্টবল গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি

মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর পূর্ব রামপুরায় তৃতীয় তলার ছাদ থেকে পড়ে জাহিদুল ইসলাম (৪০) নামে পুলিশ কনস্টবল গুরুতর আহত। পুলিশ ফাঁড়ির কাছে একটি ভবনের পাশ থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

[৩] শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে তাকে ঢাকা মেডিককেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৪] বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া।

[৫] বাড়ির টি কেয়ারটেকার এনামূল জানান, জাহিদুল ঐ বাসার তৃতীয় তলায় স্ত্রী-সন্তান নিয়ে থাকেন। গত তিন দিন আগে তার স্ত্রী সন্তান নিয়ে গ্রামের বাড়ি যায়। বাসায় তিনি একাই ছিলেন। তিনি বলেন, শনিবার সকালে আমার স্ত্রী ছাদে যায়। সেখানে গিয়ে দেখতে পান জাহিদুলের মোবাইল সিগারেট মেছ ছাদের উপর রাখা রয়েছে কিন্তু দেখছিলো না। পরে তার রুমের সামনে গিয়ে দেখেন রুমে টিভি চলছে, বাহির দিয়ে ছিটকানি লাগানো রয়েছে। বিষয়টি আমাকে জানায়। পরে সে দেখতে পায় ঐ ভবনের পেছনের দিকে আরেকটি ভবনের পাশে নিচে পড়ে আছে। সংবাদ পেয়ে পাশে পুলিশ ফাঁড়ি তে জানানো হয়। এবং সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

[৬] চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। আহত জাহিদুল পটাকশন ডিভিশনে কর্মরত রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়