লিহান লিমা: [২] স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভোগা অবস্থায় সামরিক হাসপাতালে যাওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন না। রয়টার্স/ডেইলি মেইল
[৩] যদিও বৈশ্বিক গণমাধ্যমগুলো বলছে ট্রাম্প যদি একেবারেই অসুস্থ হয়ে পড়েন তবে মাইক পেন্সকেই প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ করতে হবে। এবং প্রয়োজন হলে তিনিই রিপাবলিকান প্রেসিডেন্ট পদে প্রার্থীতা করবেন।
[৪] মার্কিন সংবিধানের ২৫তম ধারা অনুযায়ী প্রেসিডেন্ট কোনো কারণে গুরুতর অসুস্থ হলে, মারা গেলে বা পদত্যাগ করলে ভাইস প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণ করেন। এর আগে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডবিøউ বুশ ছোটখাট অপারেশন করার সময় কয়েক ঘণ্টার জন্য সংবিধানের ২৫তম ধারা অনুযায়ী ভাইস- প্রেসিডেন্টের হাতে ক্ষমতা হস্তান্তর করেছিলেন।
[৫] সর্বপ্রথম প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে ক্ষমতাচ্যুত করার পর মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী পাশ করা হয়।