শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২০, ০৮:০২ সকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২০, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের কোভিড পজিটিভের পর যুক্তরাষ্ট্র ও ইউরোপের শেয়ার বাজারে ধস, তেলের দর পতন

রাশিদ রিয়াজ : মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প কোভিডে আক্রান্ত হওয়ার পর এর নেতিবাচক প্রভাব পড়েছে বিশে^র বিভিন্ন শেয়ার বাজারে। লেনদেন শুরু হওয়ার পর ডো জোন্স শিল্প সূচক ২’শ পয়েন্ট কমে যায়। সূচকের পতন ঘটে এসএন্ডপি ও নাসডাক পুঁজিবাজারেও। এর আগে যুক্তরাষ্ট্রে ১০ বছর মেয়াদী ট্রেজারি নোটের মান শূণ্য দশমিক ৬৭০৯ শতাংশ হ্রাস পায়। ইউরোপের শেয়ার বাজারগুলোতে লেনদেন শুরু হয় ১ শতাংশ কম হারে। প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করে নিজেই ও ফার্স্ট লেডির কোভিডে আক্রান্ত হওয়ার খবর জানানোর পর শেয়ারবাজারে এর প্রভাব পড়ে।

এদিকে এশিয়া ও ইউরোপের তেলের বাজারে অপরিশোধিত তেলের দর ব্যারেল প্রতি ৪০ ডলারের নিচে নেমে যায়। যুক্তরাষ্ট্রে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বাজারে তা ৩৮ ডলারের নিচে নামে। এমনিতে গত সপ্তাহে তেলের দর হ্রাস পেয়েছিল। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ভারতে কোভিড নিয়ে শঙ্কা কেটে না যাওয়ায় তেলের বাজারে চাহিদা উর্ধ্বমুখী হচ্ছে না। এ সপ্তাহে বিশে^ তেলের চাহিদা ৩৪ মিলিয়ন ব্যারেলে স্থির ছিল। যা তার আগের সপ্তাহের চেয়ে ১ মিলিয়ন বেশি। একই সঙ্গে কোভিড সহায়তা হিসেবে আর্থিক উদ্দীপনা নিয়ে মার্কিন কংগ্রেসে দ্বিপক্ষীয় চুক্তি না হওয়ায় আর্থিক বাজারে এর কোনো ইতিবাচক প্রভাব পড়ছে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সগুলো বেশ কয়েক হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান লেঅফ ঘোষণা করায় অন্তত ৪৫ হাজার মানুষ বিপাকে পড়ে। তবে মার্কিন ডেমোক্রেট পার্টির পক্ষ থেকে অতিরিক্ত ২.২ ট্রিলিয়ন ডলার কোভিড সহায়তায় রিপাবলিকানদের সমর্থন ও অনুমোদনের পর বিষয়টির কিছুটা সুপ্রভাব বাজারে পড়তে পারে।

এদিকে রয়টার্সের এক জরিপে দেখা যায় ওপেক সদস্য দেশগুলোর তেলের উৎপাদন সেপ্টেম্বরে প্রতিদিন ১ লাখ ৬০ হাজার ব্যারেল বেড়েছে। এর কারণ হচ্ছে লিবিয়া ও ইরানের তেল উৎপাদন বৃদ্ধি। এদুটি দেশই ওপেকের তেল উৎপাদন হ্রাস করে দর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে গিয়েছিল। লিবিয়ায় গত মাসে তেলের উৎপাদন শুরু হয়েছে একই সঙ্গে দেশটির তিনটি তেল রপ্তানি বন্দর খোলা হয়েছে। দিনে ২ লাখ ৭০ হাজার ব্যারেল তেল উৎপাদন করছে দেশটি জানিয়েছে রয়টার্স। এক মাস আগে লিবিয়ার দিনে তেল উৎপাদনের পরিমান ছিল ১ লাখ ব্যারেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়